E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অলোক সেন ও ডা. পিয়ারোকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

২০১৫ নভেম্বর ২৭ ১৬:২৫:০৫
অলোক সেন ও ডা. পিয়ারোকে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরাসহ দেশজুড়ে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা করা হচ্ছে। ভাঙচুর করা হচ্ছে প্রতিমা ও মণ্ডপ। এসব ঘটনায় মামলা হলেও কোন আসামী ধরা পড়ছে না। ফলে হামলাকারিরা উৎসাহিত হচ্ছে।

এরই অংশ হিসেবে সম্প্রতি বাংলাদেশ হিন্দু ব্যেদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক অলোক সেনকে বাড়ি থেকে ডেকে এনে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। তারা ফাদার ডাঃ পিয়ারোকে গুলি করে হত্যার চেষ্টা করেছে। এসব ঘটনা দেশকে অস্থিতিশীল করার একটি কঠিন ষড়যন্ত্র। এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইননাুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শুক্রবার সকাল ১১টায় সাতক্ষীরা শহরের শহীদ আলাউদ্দিন চত্বরে অনুষ্ঠিত এক মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।

হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাতক্ষীরা শাখার সভাপতি বিশ্বজিৎ সাধুর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন জেলা মন্দির সমিতির সভাপতি বিশ্বনাথ ঘোষ, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি মণ্ডলীর সদস্য হেনরী সরদার, সংগঠণের সাধারন সম্পাদক স্বপন কুমার শীল, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাতক্ষীরা শাখার সম্পাদক মহিবুল্লাহ মোড়ল, জেএসডি’র সাতক্ষীরা শাখার সম্পাদক সুধাংশু শেখর সরকার, অধ্যক্ষ শিবপদ গাইন, নারায়ন মজুমদার, নিত্যানন্দ আমিন, বিকাশ দাস, রামপদ দাস, যুব কমিটির মিলন অধিকারী, সিদ্ধেশ্বর চক্রবর্তী, মনোরঞ্জন সাহা প্রমুখ।

(আরকে/এএস/নভেম্বর ২৭, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test