E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

২০১৫ নভেম্বর ৩০ ১৭:৩০:৫৩
বাগেরহাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত

বাগেরহাট প্রতিনিধি : ‘বিশ্বকে কমলায় রাঙ্গাও, নারী ও শিশুদের প্রতি সহিংসতার বিরুদ্ধে এক হও’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে একাধিক সংগঠন বিভিন্ন কর্মসূচী পালন করেছে। র‌্যালী ও আলোচনার মধ্যদিয়ে জীবনের অধিকার সংঘ আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করেছে।

কেএমএসএস এর সহযোগীতায় সোমবার সকালে জীবনের অধিকার সংঘের উদ্যেগে শহরে একটি র‌্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে জীবনের অধিকার সংঘের কার্যালয়ে সংগঠনের সভানেত্রী সোনিয়া নুপুরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর কাউন্সিলর ও প্যানেল মেয়র আলহাজ্ব এ বাকী তালুকদার। বিশেষ অতিথি ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মনোয়ার খানম, মহিলা পৌর কাউন্সিলর তানিয়া খাতুন, সদর ফাঁড়ির টিএস আই মোঃ ইউনুছ আলী, মহিলা পরিষদের সাবেক সাধারন সম্পাদক শিল্পি সমাদ্দার, অনিতা রায়, কেএমকেএস এর প্রোগ্রাম অফিসার বিনয় কৃষ্ণ রানা, ফ্যাসিলেটর খায়রুন্নেছা মনি প্রমুখ।

অপরদিকে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে পল্লী সমাজের উদ্যেগে মানববন্ধন ও গণনাটক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সদর উপজেলার সুন্দরঘোনা এলাকায় এ গণনাটক অনুষ্ঠিত হয়। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর সহোযোগীতায় পল্লী সমাজের উদ্যেগে নারী নির্যাতন প্রতিরোধের উপর অনুষ্ঠিত এ গণনাটকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের প্রোগ্রাম অফিসার মনোয়ার খানম, ব্যাকের জেলা প্রতিনিধি মারুফ পারভেজ, পলাশ হালদার, নয়ন ঘোষ, অনিল কুমার শ্যমল রায়, খলিলুর রহমান প্রমুখ। এর আগে এদিন বিকালে সুন্দরঘোনা এলাকায় এক মানববন্ধন কর্মসূচী পালন করে।

(এসএকে/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test