E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির

মংলা-খুলনা ররেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শন

২০১৫ নভেম্বর ৩০ ১৭:৪০:১৮
মংলা-খুলনা ররেলপথ নির্মাণ প্রকল্প পরিদর্শন

বাগেরহাট প্রতিনিধি : রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির নেতৃত্বে স্থায়ী কমিটির একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার সকালে মংলা-খুলনা রেলপথ নির্মাণ প্রকল্প এলাকার এলাইনমেন্ট সাইড পরিদর্শন করেছেন।

সোমবার সকালে জাতীয় সংসদের রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ.বি.এম.ফজলে করিম চৌধুর নেতৃত্বে কমিটির অন্যান্য সদস্য ছাড়াও মৎস্য ও প্রণি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট মীর শওকাত আল বাদশা এমপি, সাবেক ত্রাণ প্রতিমন্ত্রী ও বাগেরহাট-৩ আসনের এমপি তালুকদার আব্দুল খালেক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ ফিরোজ সালাহ উদ্দিন, বাংলাদেশ রেলওয়ের ডিজি আমজাদ হোসেন, প্রকল্প কর্মকর্তা, বাংলাদেশ জাতীয় সংসদের উর্ধ্বতন কর্মকর্তাসহ বাগেরহাটের জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর আলম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা সুখেন্দ্র শেখর গাইন, মহিষ প্রজনন কেন্দ্রের ব্যাবস্থাপক ডা: মো: লুৎফর রহমানসহ উপজেলা নির্বাহী কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দলটি সোমবার সকালে খুলনার ফুলতলা থেকে মংলা পর্যন্ত ৬৫ কিলোমিটির প্রস্তাবিত রেল লাইনের এলাকার খুলনা, বাগেরহাটের ফকিরহাটের মহিষ প্রজনন কেন্দ্র, রামপাল ও মংলা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন। আগামী ২০১৮ সালের মধ্যে সেতুসহ মংলা-খুলনা ৬৫ কিলোমিটার রেল লাইন নির্মাণ কাজ বাস্তবায়ন করার কথা রয়েছে।

(একে/এইচআর/নভেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test