E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পুলিশ পরিচয়ে ডাকাতি

২০১৪ মে ২৭ ১৭:৫৩:৪৫
নওগাঁয় পুলিশ পরিচয়ে ডাকাতি

নওগাঁ প্রতিনিধি : সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামে পুলিশ পরিচয়ে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাত দল বাড়ির লোকজনকে বেঁধে মারপিট করে নগদ টাকা, স্বর্ণালংকারসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।

ওই গ্রামের আবুল হোসেন জানান, একই গ্রামে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান ও বাড়ি পাশাপাশি জায়গায়।। অন্যান্য দিনের মতো রাতে তার চাতালে শ্রমিকরা ধানভাঙ্গার কাজ করছিল। রাত অনুমান সাড়ে ১২টায় ১০/১২ জনের ডাকাতদল চাতালে গিয়ে নিজেদের টহল পুলিশ পরিচয় দেয় কর্মরত শ্রমিকদের কাছে। । এরপর ডাকাতরা কয়েকজন শ্রমিককে বেঁধে দু’জন শ্রমিককে সঙ্গে নিয়ে ব্যবসায়ী আবুল হোসেনের বাড়িতে যায়। এসময় আবুল হোসেন ঘড়ের বাইরে আসলে ডাকাতরা তাকে এবং পরিবারের সকলকে দেশীয় অস্ত্রের মূখে জিম্মি করে বেঁধে রেখে ও মারপিট করে আলমারির তালা ভেঙ্গে প্রাই আড়াই ভরি স্বর্ণের গহনা, ১টি ল্যাপটপ, ৪টি মোবাইল ফোন ও নগদ ৪ হাজার টাকাসহ প্রায় দুই লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। আবুল হোসেন ওই গ্রামের মৃত-সখিন উদ্দীনের পুত্র।
এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল্ মাসউদ চৌধুরী জানান, ঘটনাটি জানার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে । বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তবে বিকেল সাড়ে ৫ টা পর্যন্ত কেউ মামলা দায়ের করেনি।
(বিএম/এএস/মে ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test