E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বর্ণাঢ্য আয়োজনে মংলা বন্দরের ৬৫তম বর্ষপূর্তি পালিত

২০১৫ ডিসেম্বর ০১ ১৮:১৩:৪১
বর্ণাঢ্য আয়োজনে মংলা বন্দরের ৬৫তম বর্ষপূর্তি পালিত

বাগেরহাট প্রতিনিধি : বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনভর আর্ন্তজাতিক সমুদ্র বন্দর মংলার ৬৫ তম বর্ষপূর্তি পালিত হয়েছে। সমুদ্র পথে আমদানী-রপ্তানি বাড়াতে ১৯৫০ সালের পহেলা ডিসেম্বর যাত্রা শুরু করেছিল এ বন্দরটি।

বর্ষপূর্তি উপলক্ষে মঙ্গলবার সকালে বন্দর কর্তৃপক্ষ্যের উদ্যোগে র‌্যালী ও শোভাযাত্রা বের হয়। র‌্যালীটি শিল্প এলাকার সড়ক প্রদক্ষিন শেষে বন্দর ভবনের সামনে এসে শেষ হয়।

এছাড়া সকাল সাড়ে ১১ টায় বন্দরের সভাকক্ষে বিরাজমান সমস্যা নিরসন এবং বন্দরের সম্ভাবনাসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে কর্তৃপক্ষ। এ সময় কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম রিয়াজ উদ্দিন আহম্মেদ বন্দরের আধুনিকায়ন ও আমদানী-রপ্তানির চলমান গতি তুলে ধরে সকলের সহযোগিতা কামনা করেন।

মংলা বন্দরের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে বন্দরের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিস্ট সকলের সৌজন্যে মধ্যহ্ন ভোজের আয়োজন করা হয়। এর আগে অনুষ্ঠিত আলোচনা সভার শুরুতে বন্দরের উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট বিশেষ মোনাজাতের করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সাংসদ তালুকদার আব্দুল খালেক। সভায় সভাপতিত্ব করেন মংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার এডমিরাল রিয়াজ উদ্দিন আহম্মেদ, বিএন। অন্যান্যদের মধ্যে খুলনা সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিচুর রহমান বিশ্বাস, মংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য পরিচালন আলতাফ হোসেন, সদস্য প্রকৌশল ও উন্নয়ন মোঃ ইমদাদুল হক, সদস্য অর্থ গোলাম মোস্তফা, পরিচালক (প্রশাসন) মোঃ নূরুল আলম, মংলা বন্দররের বিভাগীয় প্রধানগণ, অফিসার এ্যাসোসিয়েশন ও সিবিএ নেতৃবৃন্দসহ মংলা বন্দরের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে তালুকদার আব্দুল খালেক বলেন, মংলা বন্দরের এ যাবত যতো উন্নয়নমূলক কর্মকান্ড সম্পাদিত হয়েছে তা আওয়ামী লীগ সরকারই করেছে।

বিএনপি-জামায়াত সরকার যখনই ক্ষমতায় এসেছে তখনই এ বন্দরের লুট-পাট করেছে, লাভজনক প্রতিষ্ঠানকে মৃত প্রায় বন্দরে রুপান্তর করেছে। আওয়ামী লীগ সরকার মংলা ইপিজেড স্থাপন করে এর উন্নয়ন করেছে, মংলায় বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন করছে। এর ফলে মংলা বন্দরের কর্ম চাঞ্চল্যতা দিনদিন বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরো বলেন বন্দরের উন্নয়নের স্বার্থে কাজ করে যাচ্ছি আর আমরণ এ বন্দরের পাশে থেকে উন্নয়নের কাজ করে যাব।

(একে/এএস/ডিসেম্বর ০১, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test