E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় ওষুধ তৈরির সরঞ্জাম ও ভূয়া চিকিৎসকসহ গ্রেফতার ২

২০১৫ ডিসেম্বর ০২ ২৩:৩২:৪৩
সাতক্ষীরায় ওষুধ তৈরির সরঞ্জাম ও ভূয়া চিকিৎসকসহ গ্রেফতার ২

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় হোমিও এবং অ্যালাপ্যাথিকের ওষুধ তৈরির সরঞ্জামসহ সুমন কুমার সরকার নামে এক ভূয়া চিকিৎসক ও তার একসহযোগীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। বুধবার বিকেল ৫ টার দিকে শহরের উত্তর কাটিয়া এলাকার জনৈক আলমের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে গ্রেফতারকৃতদের প্রত্যেককে এক বছরের সাজা প্রদান করা হয়।

সাজাপ্রাপ্ত সুমন কুমার সরকার জেলার কালিগঞ্জ উপজেলার চাম্পাফুল গ্রামের নির্মল সরকারের ছেলে ও তার সহযোগী আব্দুর রউফ শহরের মধ্যকাটিয়া গ্রামের আরশাদ আলীর ছেলে।

সাতক্ষীরা ডিবি পুলিশের ইন্সপেক্টর ইনামুল হক জানান, গ্রেফতাকৃতরা ২০০৭ সাল থেকে শহরের উত্তর কাটিয়ার জনৈক আলমের বাড়ির নিচতলা ভাড়া নিয়ে বিভিন্ন প্রকারের ভূয়া ওষুধ ও লেবেল তৈরি করে আসছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে বিকালে সেখানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে বিভিন্ন ধরনের নকল ওষুধ ও লেবেল জব্দ হয়েছে। পরে তাকে ভ্রাম্যমান আদালতে হাজির করলে বিচারক শাহ আব্দুল সাদী তাদেরকে এক বছরের সাজা প্রদান করেন।

(আরকে/এএস/ডিসেম্বর ০২, ২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test