E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরন, আহত ১০

২০১৫ ডিসেম্বর ০৫ ১০:৪০:৪৬
দিনাজপুরে রাসমেলায় বোমা বিস্ফোরন, আহত ১০

দিনাজপুর  প্রতিনিধি : দিনাজপুরের কাহারোল উপজেলার কান্তজিউ রাস মেলার যাত্রা প্যান্ডেলে বোমা বিস্ফোরনের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে, এদের মধ্যে ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত সোয়া ১ টার দিকে রাস মেলার ভোলানাথ যাত্রা প্যান্ডেলে পর পর ৩ বার এই বিস্ফোরনের ঘটনা ঘটে। তবে এ বিষয়ে পুলিশ জানিয়েছে, এগুলো ককটেল বোমা হতে পারে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাতে রাসমেলার ভিতরে ভোলানাথ নামে একটি যাত্রা প্যান্ডেলে যাত্রা দেখছিলেন বেশ কিছু লোকজন। রাত সোয়া ১ টার দিকে যাত্রাপালায় পর পর ৩টি বিস্ফোরনের ঘটনা ঘটে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়। তাৎক্ষনিকভাবে সেখান থেকে ৬ জনকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ভর্তিকৃতরা হলেন-রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার দামুদরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে মোকাদ্দেস (২৩), নীলফামারী সদর উপজেলা শহরের ননীগোপালের ছেলে সাধন (৩৫), দিনাজপুরের কাহারোল উপজেলার দশমাইল এলাকার সিরাজুল ইসলামের ছেলে জব্বার (২৮), একই এলাকার করিমের ছেলে সাইদুর (২৭), বীরগঞ্জ উপজেলার রমাকান্ত (২২) ও মিঠু (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বোমা বিস্ফোরনের সময় শব্দগুলো বেশ তীব্র ছিল। ঘটনায় ৬ জন গুরুত্বর ছাড়াও অনেকে আঘাতপ্রাপ্ত হয়েছেন। বিস্ফোরনের মাত্রা অনুযায়ী ককটেল নয়, বরং অন্য কোন বোমা হতে পারে বলে ধারনা তাদের।

এ ব্যাপারে দিনাজপুরের পুলিশ সুপার রুহুল আমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এগুলো ককটেল জাতীয় বোমা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। এই ঘটনার সাথে সংশ্লিষ্টদের আটক করতে রাত থেকেই পুলিশ তৎপরতা শুরু করেছে এবং ঘটনাস্থলে দিনাজপুর সদর ও কাহারোল পুলিশ একযোগে কাজ করছে।

(এটি/এইচআর/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test