E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্যজব্দ

২০১৫ ডিসেম্বর ০৫ ১৩:৫১:৫৯
যশোরে মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্যজব্দ

যশোর প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত থেকে প্রায় দুই কোটি টাকার রাধা-কৃষ্ণ মূর্তি ও চন্দন কাঠসহ বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

শনিবার সকাল ১১টার দিকে বেনাপোল বাজার ও চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে থেকে এসব পণ্য জব্দ করা হয়। তবে, বিজিবি এসময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্র জানায়, সকালে বেনাপোল চেকপোস্ট দিয়ে দু’টি ভ্যানে করে অবৈধভাবে পণ্য আনা হচ্ছিল। খবর পেয়ে বিজিবি সদস্যরা ভ্যান দু’টিতে তল্লাশি চালায়।

এসময় পিতলের তৈরি ৬০টি কৃষ্ণ ও রাধা মূর্তি, ৭০টি কাস্টিং মূর্তি, পাঁচ কেজি ওজনের চন্দন কাঠ, ৮০ কেজি মুলতানি মাটি, ২০টি কাসার পাত্র ও বিপুল সংখ্যক প্রসাধন সামগ্রী পাওয়া যায়।

অপরদিকে, শুক্রবার গভীররাতে বেনাপোল বাজারে অভিযান চালিয়ে দেড়শ’ কেজি ওজনের লাল চন্দন কাঠ আটক করে। এসময় বিজিবির ধাওয়া খেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

দু’টি অভিযানে জব্দ করা মূর্তি ও পণ্যগুলোর বাজার মূল্য প্রায় দুই কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

বেনাপোল চেকপোস্ট আইসিপি বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, আটক পণ্য কাস্টমস শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।

(ওএস/এএস/ডিসেম্বর ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test