E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৭

২০১৫ ডিসেম্বর ০৭ ১০:৪১:৪১
বাঁশখালীতে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত, আহত ৭

চট্টগ্রাম প্রতিনিধি : বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরি ইউনিয়নে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে  এক ডাকাত নিহত হয়েছে। রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে। এ সময় উপপরিদর্শক (এএসআই) আশরাফ ও কনস্টেবল আনোয়ার নামে দুজন পুলিশ সদস্য এবং পাঁচজন সাধারণ মানুষ আহত হন।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রাত একটার দিকে ডাকাতরা হানা দেয়। খবর পেয়ে পুলিশ সোয়া একটার দিকে অপারেশন শুরু করে। এ সময় পুলিশের গুলিতে এক ডাকাত নিহত হন। অন্যদিকে ডাকাতদলের ছররা গুলিতে দুজন পুলিশসহ ছয়জন আহত হন।

এর মধ্যে গুরুতর নয় এমন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত ডাকাতের মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো এবং এ ঘটনায় মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান ওসি।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, বাঁশখালী ডিগ্রি কলেজের পাশে বাবুল মেম্বারের বাড়িতে রাতে ডাকাতের ছররা (ছিটা) গুলিতে আহত পাঁচজনকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন-আবদুল করিম (৩৫), আবদুর রহিম (৩২), মোছাম্মৎ পাখি আকতার (২৮), মোহাম্মদ খালেদ (২৫) ও শাহেদা আকতার (২৮)। তাদের ক্যাজুয়ালিটিসহ বিভিন্ন ওয়ার্ডে চিকিৎধীন রয়েছেন।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী জানান, ডাকাতরা হেলাল উদ্দিনের ঘরে হানা দিয়েছিল। ওই পরিবারের দু-তিনজন সদস্য প্রবাসী। ডাকাতির সময় পরিবারের সদস্যরা চিৎকার করলে ডাকাতরা চারজনকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। দুজনের গায়ে ছররা গুলি লাগে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ০৭, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test