E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হযরত খানজাহানের ওফাত দিবসে দু’দিনের ওরশ শুরু

২০১৫ ডিসেম্বর ০৮ ১৭:১৫:৫৪
হযরত খানজাহানের ওফাত দিবসে দু’দিনের ওরশ শুরু

বাগেরহাট প্রতিনিধি : দেশের দ্বিতীয় আধ্যাত্মিক রাজধানী হিসেবে খ্যাত বাগেরহাটে হযরত খানজাহানের (রঃ) মাজার শরীফে তার ৫৭৪ তম ওফাত দিবস উপলক্ষে দু’দিন ব্যাপী বার্ষিক ওরশ মঙ্গলবার সকাল থেকে শরু হয়েছে।

ইতিমধ্যেই বার্ষিক ওরশ উপল দেশ বিদেশের হাজার-হাজার ভক্ত, আশেকান, পর্যটক মাজার শরীফে এসে পৌছেছেন।

হাজার-হাজার নারী পুরুশের পদভারে মুখরিত এখন হযরত খানজাহানের (রঃ) মাজার শরীফ। এবারও বার্ষিক ওরশে যে কোন ধরনের নাশকতা ও বিশৃংখলা ঠেকাতে জেলা ও পুলিশ প্রশাসন নিয়েছে নিছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাংগীর আলম এতথ্য নিশ্চিত করেছেন।

হযরত খানজাহানের (রঃ) মাজার শরীফের প্রধান খাদেম শের আলী ফকির জানান,ওফাত দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও ভোরে মাজার শরীফ ধৌত করন ছাড়াও মাজারের গিলাফ প্রতিস্থাপনের মধ্য দিয়ে শুরু হয়েছে বার্ষিক ওরশের কার্যক্রম। কোরআন তেলোয়াত, ধর্মীয় আলোচনা ছাড়াও মারফতি- মূর্শিদি গান গেয়ে দু’দিন ধরে মাতিয়ে রাখবে হযরত খানজাহানের ভক্ত আশেকান মুরীদ ও ফরিকরা।

সর্বসাধারনের জন্য প্রতিদিন শত শত ডেকে রান্না করা হবে তবারক। বুধবার ফজরের নামাজের পর মোনাজাত ও তবারক বিতরনের মধ্য দিয়ে এবারে ওফাত দিবসের দু’দিনের বার্ষিক ওরশ শরীফ শেষ হবে।

(একে/এএস/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test