E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপালে আদালতের আদেশ অমান্য করে মৎস্য ঘেরে লুটপাটের অভিযোগ

২০১৫ ডিসেম্বর ০৮ ১৭:২৯:৫৪
রামপালে আদালতের আদেশ অমান্য করে মৎস্য ঘেরে লুটপাটের অভিযোগ

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের রামপালে আদালতের আদেশ অমান্য করে জোর পূর্বক মৎস্য ঘেরে প্রবেশ করে লুটপাট করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বাগেরহাট জেলা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ করেছে ক্ষতিগ্রস্থরা।

অভিযোগে জানা গেছে, উপজেলার গাজীখালীর জে, এল -১৪, ডিপি খতিয়ান নং- ৮৮৩ এর ৪ একর ২৬ শতক জমির মধ্য থেকে ২ একর ১৩ শতক জমি মাতৃসূত্রে প্রাপ্ত হন প্রিয়নাথ ও জতিন্দ্রনাথ মন্ডল। অপর অংশের মালিক হন ফুলমতি গং রা। ওই সম্পত্তির পুরোটাই দাবি করে প্রতিপক্ষ ফুলমতি গং রা মালিকানা দাবি করে আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চান। বিজ্ঞ আদালত শুনানী শেষে নিষেধাজ্ঞা প্রদান না করে পক্ষগনকে নিজ নিজ অবস্থানে বা ভোগ দখলের আদেশ প্রদান করেন। এ আদেশ অমান্য করে ফুলমতি গং এর পুত্র সুভাষ ও মুকুন্দ জমিতে প্রবেশ করে প্রায় ৫ লক্ষ টাকার মূল্যের বাগদা, গলদা ও অন্যান্য মাছ জোরপূর্বক ধরে নিয়ে যায় এবং উল্টো থানায় অভিযোগ করে পুলিশি হয়রানি করে। এ ঘটনায় প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে প্রিয়নাথ এবং জতিন্দ্রনাথ জেলা পুলিশ সুপার বরাবর অভিযোগ দেন।

(এসএকে/এইচআর/ডিসেম্বর ০৮, ২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test