E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

২০১৫ ডিসেম্বর ১০ ১৩:৪৬:১৩
লোহাগড়ায় ধর্ষণ মামলার আসামিদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউপি’র রাধানগর গ্রামের চাঞ্চল্যকর সুমি খানম ধর্ষণ মামলার আসামীদের অবিলম্বে আটক ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় লোহাগড়া রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ধর্ষিতা সুমি খানমের মা মর্জিনা বেগম। এ সময় সুমি ও তার পিতা প্রতিবন্ধী মঞ্জু মোল্যা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে ধর্ষিতা সুমির মা মর্জিনা বেগম অভিযোগ করে বলেন, আমার মেয়ে মোছাঃ সুমি খানম (১৫) স্থানীয় দৌলতপুর জুনিয়র হাইস্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। উপজেলার ইতনা ইউপি’র রাধানগর গ্রামের আজিম মাতুব্বরের ছেলে রুবেল মাতুব্বর দীর্ঘদিন ধরে স্কুলে আসা যাওয়ার সময় সুমি খানমকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। লম্পট রুবেলের প্রস্তাবে সুমি রাজি না হওয়ায় গত ২৩ সেপ্টেম্বর রাত ১০টার দিকে সুমি প্রকৃতির ডাকে ঘর থেকে বাইরে বের হলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা একই গ্রামের কালু সরদারের ছেলে শফিকুল সরদার (২৯), আজিম মাতুব্বরের ছেলে রুবেল (২৮), আকা গাছীর ছেলে ইছানুর (২২) এবং মোছা মিয়ার ছেলে মানিক মিয়া (১৮) আমার মেয়েকে জাপটে ধরে। এরপর তারা ওড়না দিয়ে সুমির মুখ বেঁধে বাড়ির পার্শ্বর্তী বুড়ো ঠাকুরের বট তলায় নিয়ে যায়। এ সময় ইছানুর ও শফিকুল সুমিকে জোর করে ধর্ষণ করে। ধর্ষণের ঘটনা কাউকে বললে খুন করা হবে মর্মে হুমকি দিয়ে ধর্ষকরা চলে যায়।

ধর্ষণের ঘটনার পর মর্জিনা বেগম বাদী হয়ে গত ২৫ সেপ্টেম্বর লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৪ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। মামলা নং- ৩০। মামলা করার পর থেকে এ পর্যন্ত কোন আসামী আটক হয় নাই। আসামিরা আটক না হওয়ায় মর্জিনা বেগমসহ তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভূগছে। তিনি অবিলম্বে সুমি খানম ধর্ষণ ঘটনার সাথে জড়িত আসামীদের আটক ও দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

(আরএম/এইচআর/ডিসেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test