E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানবতাবিরোধী অপরাধে শরণখোলা স্টেশন কর্মকর্তা গ্রেফতার

২০১৫ ডিসেম্বর ১০ ১৮:১৬:০৭
মানবতাবিরোধী অপরাধে শরণখোলা স্টেশন কর্মকর্তা গ্রেফতার

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ আলম (৫৯) র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছেন। মানবতাবিরোধী অপরাধ মামলায় বুধবার রাত ৮টার দিকে দুবলার চর শুঁটকি পল্লীর বন অফিস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে র‌্যাব-৮ এর সদস্যরা ওই সুন্দরবন বিভাগের এই কর্মকর্তাকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুরে শরণখোলা পুলিশের কাছে হস্তান্তর করেন। ইউসুফ আলম গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

শরণখোলা পুলিশ জানায়, গ্রেফতার হওয়া বন কর্মকর্তা জামালপুর সদর থানার চাঁনপুর হরিণাকান্দা গ্রামের মৃত আ. খালেক মাষ্টারের ছেলে। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে যুদ্ধাপরাধের অভিযোগে মামলা রয়েছে। মামলা নং-১৭/২০১৫ আইসিটি (১) বিডি ফরম নং-৩।

শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম মিয়া জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল থেকে বুধবার থানায় একটি ফ্যাক্স আসে। ওই বার্তায় শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ আলমকে গ্রেফতারের নির্দেশ দেয়া হয়। ওসি আরো জানান, ফ্যাক্সবার্তা পাওয়ার পরে র‌্যাব-৮ এর সহযোগীতা চাওয়া হয়। ওইদিন রাত ৮টার দিকে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার শুঁটকি পল্লীর বন অফিস থেকে তাকে করে র‌্যাব।

র‌্যাব-৮ এর উপপরিচালক মেজর আদনান কবীর জানান, ইউসূফ আলম নামের একজন যুদ্ধাপরাধ মামলার আসামী সুন্দরবনে লুকিয়ে আছে শরণখোলা থানা পুলিশ তাদেরকে এমন তথ্য দেয়। পরে ওইদিন রাতে র‌্যাবের উপসহকারী পরিচালক মো. আক্তারের নেতৃত্বে তাকে আটক করে বৃহস্পতিবার দুপুরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বাগেরহাট পূর্ব বনভিাগের ডিএফও মো. সাইদুল ইসলাম বলেন, স্টেশন কর্মকর্তা ইউসুফ আলম গ্রেফতারের বিষয়টি জেনেছি। মামলার কাগজপত্র পেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

গ্রেফতার হওয়া বন কর্মকর্তা বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা রেঞ্জের ফরেষ্ট রেঞ্জার একেএম ইউসুফ আলম মুক্তিযুদ্ধ চলাকালে তিনি খুবই ছোট ছিলেন দাবি করে বলেন, ওই বয়সে কারো পক্ষেই মানবতাবিরোধী অপরাধ সংঘটিত কার সম্ভব নয়। ষড়যন্ত্রমুলক ভাবে তাকে ফাঁসানো হয়েছে। তিনি কোন মানবতাবিরোধী অপরাধে জড়িত ছিলেন না বলেই সরকারি চাকরী করেছেন, পালিয়ে যাননি বলেও শরণখোলা থানা হাজতে বসে বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের কাছে দাবি করেন।

(একে/এএস/ডিসেম্বর ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test