E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চট্টগ্রামে এস এ পরিবহনের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ৪

২০১৫ ডিসেম্বর ১২ ১৪:৩৯:১৮
চট্টগ্রামে এস এ পরিবহনের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ৪

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামে এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের গাড়িতে তল্লাশি চালিয়ে দশ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।  এসময় চারজনকে আটক করা হয়েছে।


চট্টগ্রামে এস এ পরিবহনের গাড়ি থেকে ইয়াবা উদ্ধার, আটক ৪

শুক্রবার গভীর রাতে পটিয়ায় এস এ পরিবহনের কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালায় পুলিশ।

চট্টগ্রামের সিনিয়র সহকারি পুলিশ সুপার (এএসপি-পটিয়া সার্কেল) শামীম আহমেদ বলেন, আমাদের কাছে তথ্য ছিল এস এ পরিবহনের গাড়িতে করে কক্সবাজার থেকে ইয়াবার একটি চালান শহরে যাবে। সোর্সের দেয়া তথ্য মোতাবেক আমরা চট্টগ্রাম-কক্সবাজার আরকান সড়কের শাহ আমানত সিএনজি ফিলিং স্টেশনের সামনে দাঁড়ায়।

‘এস এ পরিবহনের কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যানটি ফিলিং স্টেশনের সামনে আসার পর থামিয়ে তল্লাশি চালানো হয়। সেখানে কাগজের দু’টি কার্টনের ভেতরে প্লাস্টিকের দু’টি বক্সে দশ হাজার ইয়াবা পাওয়া যায়। ’ বলেন শামীম আহমেদ।

তিনি জানান, কাভার্ড ভ্যানের চালক ও সহকারি এবং সেখানে থাকা আরও দু’জনকে আটক করা হয়েছে। তারা সবাই এস এ পরিবহনের কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও এএসপি শামীম জানান।

এর আগে গত ২৮ নভেম্বর নগরীর ধনিয়ালা পাড়ায় এস এ পরিবহনের শাখা অফিসে বুকিং দেয়া একটি আলমারির ভেতরে তল্লাশি চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করে র‌্যাব। এসময় ওই শাখার ম্যানেজার ও বুকিং সহকারিকে গ্রেফতার করে র‌্যাব।

(ওএস/এএস/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test