E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শরণখোলায় প্রকৌশলী প্রহৃত, থানায় মামলা

২০১৫ ডিসেম্বর ১২ ১৭:৩৩:২০
শরণখোলায় প্রকৌশলী প্রহৃত, থানায় মামলা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রকৌশলী রুহুল ইসলামকে মারধর করেছে উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান পারভেজ। একটি প্রকল্পের নাম মাত্র কাজ করে বিলের দাবি করায় তা না পেয়ে ক্ষিপ্ত হয়ে তিনি এ ঘটনা ঘটিয়েছেন।

এমনকি, বিল না দিলে প্রাননাশের হুমকি দেয়া হয়েছে ওই প্রকৌশলীকে। এ ঘটনায় প্রকৌশলী বাদী হয়ে উপজেলা ভাইস চেয়ারম্যানের নাম উল্লেখসহ ৪ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে শরণখোলা থানায় একটি মামলা দায়ের করেছে। এঘটনার পর উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মাঝে ক্ষোভের পাশাপাশি দেখা দিয়েছে আতংক ।

শরণখোলা উপজেলা প্রকৌশলী রুহুল ইসলাম জানান, উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এডিপি’র আওতায় ২ লাখ টাকা বরাদ্ধের একটি সড়কে ইটের সোলিং কাজের প্রকল্প চেয়ারম্যান হন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ।

প্রকল্পের এক চতুর্থাংশ কাজ করে গত ৪/৫ মাস ধরে সম্পূর্ণ বিলের জন্য উপজেলা প্রকৌশী রুহুল ইসলামকে চাপ প্রয়োগ করে আসছেন পারভেজ। বিকাল সাড়ে তিনটার দিকে ভাইস চেয়ারম্যানসহ ৩/৪ জন ব্যাক্তি উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে গিয়ে বিল দেয়ার জন্য চাপ প্রয়োগ করেন। কাজ সম্পুর্ন না হওয়ায় বিল দিতে প্রকৌশলী অপরাগতা প্রকাশ করেন। এতে ক্ষিপ্ত হয়ে প্রকেশৈলীকে মারধর করেন এবং প্রাননাশের হুমকি দেন তিনি। এসময় তার দপ্তরের উপস্থিত থাকা উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন ও হিসাব সহকারী খায়রুল ইসলাম ওই প্রকৌশলীকে রক্ষা করেন।

উপজেলা ভাইস চেয়ারম্যান ও সাউথখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাসানুজ্জামান পারভেজ বলেন, ওই সময় তিনি প্রকৌশলীর দপ্তরে গিয়েছিলেন। তবে, মারধর ও প্রাননাশের হুমকি দেয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছেন।

বাগেরহাটের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি জানার পর এলজিইডির নির্বাহী প্রকৌশলীকে মামলা দায়ের করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। শরণখোলা থানার ওসি’র দায়ীত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) আঃ রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। তবে, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

(একে/এএস/ডিসেম্বর ১২, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test