E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীতে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে মত বিনিময় সভা

২০১৫ ডিসেম্বর ১৩ ১৭:৩৭:২০
রাঙ্গাবালীতে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে মত বিনিময় সভা

পটুয়াখালী (রাঙ্গাবালী) প্রতিনিধি : পটুয়াখালীর রাঙ্গাবালীতে নারী নির্যাতন ও বাল্য বিবাহ প্রতিরোধে সাধারন জনতার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙ্গাবালী থানা পুলিশ আয়োজিত এ সভায় সভাপতিত্ত্ব করেন থানার ওসি মোঃ মনির হোসেন।

রবিবার সকাল ১০ টায় থানা চত্ত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান কবির চান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসমিন আক্তার, জাতীসংঘের ইউ এন এফ পি এ এর প্রতিনিধি ফাতেমা আক্তার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাঙ্গাবালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, সাংবাদিকবৃন্দ, কাজী ও মসজিদের ঈমামগন। বক্তব্য রাখেন রাঙ্গাবালী উপজেলা চেয়ারম্যান মোঃ আহসান কবির চান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির তালুকদার, সংরক্ষিত আসনের মহিলা মেম্বর সারমিন আক্তার, চালিতাবুনিয়া ইউ পি চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি আলহাজ্জ্ব মোঃ হাফিজুর রহমান, কাজী ও মসজিদের ঈমামগন। সভাটি পরিচালনা করেন ও সি (তদন্ত) মোঃ জাকির হোসেন।

(আরআর/এইচআর/ডিসেম্বর ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test