E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কাপাসডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার  নিহত

২০১৫ ডিসেম্বর ১৪ ১২:১১:০৪
কাপাসডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে ডাকাত সর্দার  নিহত

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার পাটকেলঘাটার কাপাসডাঙ্গায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একব্যক্তি নিহত হয়েছে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে আরও তিনজন । আহতদেরকে-সহ সাত জনকে গ্রেফতার করা হয়েছে । এ সময় বোমায় পুলিশের তিন সদস্যও আহগ হন।

পুলিশ জানিয়েছে নিহত ব্যক্তি একটি ডাকাত দলের সর্দার। অন্যরা তার দলের সদস্য।

আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান একটি রিভলবার ও কয়েকটি ধারালো অস্ত্র জব্দ করা হয়েছে।

জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান রবিবার রাত ৩টার দিকে একদল ডাকাত খুলনা সাতক্ষীরা মহাসড়কের কাপাসডাঙ্গায় রাকিব অটো রাইস মিলের কাছে গাছের গুড়ি ফেলে পরিবহনে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় এসআই মতিন ও এএসআই বেল্লালের নেতৃত্ব পাটকেলঘাটা থানা ও গোয়েন্দা পুলিশের একটি যৌথ টহল দল তাদের চ্যালেঞ্জ করে। ডাকাতরা তাদের লক্ষ্য করে প্রথমে গুলি ও পরে বোমা ছুড়ে তাদের প্রতিহত করার চেষ্টা চালায়।

তিনি জানান পুলিশও এ সময় পাল্টা গুলি চালায়। প্রায় ২০ মিনিট বন্দুকযুদ্ধের পর সড়ক ধারে চার ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । তাদেরকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার একজনকে মৃত ঘোষনা করে। নিহত আবু সাঈদ যশোর জেলার কেশবপুর উপজেলার আওয়ালগাতি গ্রামের এলাহি বকসের ছেলে বলে জানান তিনি। তার বিরুদ্ধে কেশবপুর ও পাটকেলঘাটা থানায় ১১টি মামলা রয়েছে।

কামাল হোসেন আরও জানান, ঘটনার সময় পুলিশ পলায়নপর আরও চার ডাকাতকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে ডাকাতি করা কিছু মালামালও জব্দ করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় ডাকাতদের ছোড়া বোমার আঘাতে পুলিশের সহকারি উপপরিদর্শক ইসমাইল হোসেন ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গুলিবিদ্ধ ডাকাতরা হচ্ছে সুবেল খান (২২) পিতা ওয়াজেদ আলি, গ্রাম সুপখালি, বেতাগি, জেলা পটুয়াখালি, তরিকুল ইসলাম (২৮) পিতা কামরুল ইসলাম, গ্রাম ঘুগরাকাটি, উপজেলা কয়রা খুলনা ও আরিফুজ্জামান অনু (১৮) পিতা ফজলুল হক, গ্রাম বাগালি, উপজেলা কয়রা খুলনা। তাদেরকে পুলিশ পাহারায় চিকিৎসা দেওয়া হচ্ছে।

গ্রেফতারকৃত অন্যরা হচ্ছে পাটকেলঘাটার আচিমতলার আবুল কাসেম (৩০), তৈলকুপি গ্রামের সুমন ইসলাম (২৮), সেনপুর গ্রামের নজরুল ইসলাম (২৭) ও বান্দরবান জেলার লামা উপজেলার লাইনঝিরি গ্রামের রবিউল ইসলাম (২৭)।

তাদের সবার বিরুদ্ধে ডাকাতি চেষ্টা ও পুলিশের ওপর হামলা বিষয়ক দুটি মামলার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে তিনি জানান ।

(আরকে/এইচআর/ডিসেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test