E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে মেয়রসহ ৭ ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

২০১৫ ডিসেম্বর ১৪ ১৫:১৪:৪৮
নড়াইলে মেয়রসহ ৭ ওয়ার্ড কাউন্সিলরের মনোনয়ন প্রত্যাহার

নড়াইল প্রতিনিধি : মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে রবিবার নড়াইল পৌরসভায় দুই বিদ্রোহী প্রার্থী জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসাধারণ সম্পাদক হাসানুজ্জমান হাসানসহ অপর বিদ্রোহী প্রার্থী আঞ্জুমান আরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

দলের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন দুই প্রার্থী। দুই মেয়র প্রার্থী ছাড়াও নড়াইল পৌরসভায় ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আশিকুর রহমান বেগ ও ২ নম্বর ওয়ার্ডের কামাল হোসেন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।

এদিকে, কালিয়া পৌরসভার সাত মেয়র প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। তবে, কালিয়ায় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী উৎপল কুমার ঘোষ, ২ নম্বর ওয়ার্ডের রাজিব কুমার দাস ও উজ্জ্বল কুমার সাহা, ৩ নম্বর ওয়ার্ডের শেখ রবিউল ইসলাম এবং ৭ ওয়ার্ডের রুবেল মোল্যা তাদের প্রার্থিতা প্রত্যাহার করেছেন।

বর্তমানে নড়াইল পৌরসভায় আ’লীগ মনোনীত প্রার্থী জাহাঙ্গীর হোসেন বিশ্বাসসহ বিদ্রোহী প্রার্থী হিসেবে মাঠে আছেন জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব হোসেন বিশ্বাস এবং নড়াইল পৌর যুবলীগের সাধারণ সম্পাদক সরদার আলমগীর হোসেন।

মনোনয়নপত্র প্রত্যাহারের শেষদিনে সোহরাব হোসেন বিশ্বাস এবং সরদার আলমগীর হোসেন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেননি বলে নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে। এক্ষেত্রে নড়াইল পৌরসভায় বিএনপি মনোনীত একক প্রার্থী জুলফিকার আলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এছাড়াও নড়াইল পৌরসভায় ১৪ দলের শরিক জাতীয় পার্টির (এ) জেলা সাধারণ সম্পাদক খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, জেলা জাসদের সাধারণ সম্পাদক সৈয়দ আরিফুল ইসলাম ও জেলা যুবমৈত্রীর আহবায়ক পারভেজ আলম বাচ্চু এবং এনপিপির নেতা আনোয়ার হোসেন খান মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে, কালিয়া পৌরসভা নির্বাচনে পাঁচ কাউন্সিলর প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও সাত মেয়র প্রার্থীর কেউই তাদের প্রার্থিতা প্রত্যাহার করেননি। এর মধ্যে আ’লীগ মনোনীত প্রার্থী উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুজ্জামান হীরা ছাড়া মাঠে আছেন চার বিদ্রোহী প্রার্থী। এরা হলেন- কালিয়া উপজেলা আ’লীগ নেতা পৌরসভার বর্তমান মেয়র বিএম ইমদাদুল হক টুলু, ফকির মুশফিকুর রহমান লিটন, শেখ লায়েক হোসেন এবং জেলা মহিলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও পৌর কমিটির সাধারণ সম্পাদক সোহেলী পারভীন নিরী। এছাড়া বিএনপি মনোনীত কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স ম ওয়াহিদুজ্জামান মিলু ছাড়াও মেয়র প্রার্থী হিসেবে মাঠে আছেন কালিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক এসএম ইকরাম রেজা।

(টিএআর/এএস/ডিসেম্বর ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

০১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test