E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গোপসাগর উত্তাল, নিমাঞ্চল পানিতে প্লাবিত

২০১৪ মে ২৮ ১৮:১৯:৪০
বঙ্গোপসাগর উত্তাল, নিমাঞ্চল পানিতে প্লাবিত

বাগেরহাট প্রতিনিধি : দূর্যোগপূর্ন আবহাওয়ার জন্য ব্যহত হচ্ছে মংলা বন্দরে অবস্থানরত বানিজিক জাহাজের পন্য বোঝাই ও খালাশ কাজ ।

ঝড়ো হাওয়ার কারনে বঙ্গোপসাগরে মাছধরারত অনেক ট্রলার নিরাপদ আশ্রয়য়ের জন্য উপকুলে ফিরে এসেছে।

বুধবার ভোর রাত থেকে ধমকা হাওয়ার সাথে থেমে থেমে বৃস্টি হচ্ছ্ ে। বৈরী আবহওয়ার কারনে ইতিমধ্যে অনেকটা নিরুপায় হয়েই কয়েকশ ট্রলার উপকূলের বিভিন্ন মৎস বন্দরে নোঙ্গর করেছে।

এদিকে দূর্যোগপূর্ন আবহাওয়ার জন্য ব্যহত হচ্ছে মংলা বন্দরে অবস্থানরত বানিজিক জাহাজের পন্য বোঝাই ও খালাশ কাজ । লঘুচাপের প্রভাবে দুপুরে জেলা সদর বাগেরহাট , শরনখোলা , মোড়েলগঞ্জ ও মংলার সদরসহ বিতৃন্ন এলাকার নিমাঞ্চল প্লাবিত হয়েছে। বাগেরহাট শহর রক্ষাবাধের ত্র“টিপূর্ন গেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করায় রাস্তাঘাটসহ কাচাবাজার, নাগেরবাজার ,পুরাতন বাজারের নিচু এলাকা পানিতে তলিয়ে যায়।

মংলা আবহাওয় পর্যবেক্ষনাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ জানিয়েছেন উডিষ্যা উপক’ল ও তদসংলগ্ন এরাকায় অবস্থানরত সুস্পস্ট লঘুচাপটি উত্তর - পূর্ব দিকে সরে গিয়ে দূর্বল হয়ে বর্তমানে পশ্চিমবঙ্গো ও তদসংলগ্ন এলাকায় অবস্থান করছে। লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। দক্ষিন- পশ্চিম মৌসুমী বায়ূ টেকনাফ উপক’ল পর্যন্ত বিস্তার লাভ করছে।

(একে/এটিআর/মে ২৮, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test