E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাঙ্গাবালীতে ৪৪ বছর পর বিজয় দিবস উদযাপন

২০১৫ ডিসেম্বর ১৬ ১৯:৩০:৪৪
রাঙ্গাবালীতে ৪৪ বছর পর বিজয় দিবস উদযাপন

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :দেশ স্বাধীন হওয়ার ৪৪ বছর পর এবারই প্রথম বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উদযাপন করলো পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মানুষ। উপজেলা ঘোষনা হওয়ার প্রথম বছরে বিজয় উদযাপনের অনুষ্ঠানে ছিলো হাজার হাজার মানুষের ঢল। মহান দিবস উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী আয়োজন করে । সাগর ও নদী ঘেরা রাঙ্গাবালী উপজেলায় বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে গোটা উপজেলা জুড়ে ছিল উৎসব মুখর পরিবেশ।

বুধবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্নাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধা,স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহন করেন স্থানীয় সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার। এর আগে রাত ১২টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মো.আলিমুল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিনেবে উপস্থিত ছিলেন প্রীতি রহমান, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আহসান কবির চাঁন, রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনিরুজ্জামান প্রমুখ।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনিরুজ্জামান জানান, বিজয় দিবসে উপজেলার সকল মুত্তিযোদ্ধাদের বিভিন্ন উপহার সামগ্রী দেয়া হয়েছে। দেশ স্বাধীনের এতো বছর পর এবারই উৎসবমুখর পরিবেশে এই বিজয় দিবস উদযাপন করেছেন উপজেলার মানুষ।


(এমকেআর/এসসি/ডিসেম্বর১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test