E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় ৫ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন পৌরকর্মচারিরা

২০১৫ ডিসেম্বর ২০ ১৫:৪১:৩৪
মাগুরায় ৫ মাসের বকেয়া বেতন ভাতার দাবিতে বিক্ষোভ করছেন পৌরকর্মচারিরা

মাগুরা প্রতিনিধি : বকেয়া ৫ মাসের বেতন ভাতার দাবিতে মাগুরা পৌরসভার কর্মচারিরা রবিবার সকাল থেকে মুল ফটকে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেছে। অবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধ করা না হলেও অনির্দিষ্টকালের জন্য বিদ্যুত, পানি সরবরাহ এবং শহর পরিস্কার পরিচ্ছন্নতা বন্ধের ঘোষণা দিয়েছেন তারা।

পৌরসভা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল হান্নানসহ বিক্ষোভরত কর্মচারিরা জানায়, গত আগস্ট মাস থেকে মাগুরা পৌরসভার ১৩৩ জন নিয়মিত কর্মকর্তা কর্মচারিসহ প্রায় ২শত কর্মকর্তা-কর্মচারি তাদের বেতন ভাতা না পেয়ে মানবেতর জীবন যাপন করছে। আন্দোলনরতরা বলেন তারা আশা করেছিলেন নিবাচনের আগে বিদায় বেলা পৌর মেয়র তাদের বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করবেন। কিন্তু দুখের বিষয় পৌর ফান্ডে টাকা থাকা সত্বেও মেয়র বেতন ভাতা দিতে পাবের না বলে তাদেকে জানিয়ে দেন। এ কারণে তারা কর্মবিরতি দিয়ে ফটকে তালা লাগিয়ে আন্দোলন শুরু করেছে।

অবিলম্বে তাদের বেতন ভাতা পরিশোধ করা না হলে অনির্দিষ্টকালের জন্য বিদ্যুত, পানি সরবরাহ এবং শহর পরিস্কার পরিচ্ছন্নতা বন্ধ করে দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছেন আন্দোলনরতরা।

উল্লেখ্য পৌর মেয়র ইকবাল আখতার খান কাফুর আসন্ন পৌর-নিবার্চনে বিএনপি’র প্রাথী হয়ে নিবার্চনে প্রতিদ্বন্দিা করছেন।

(ডিসি/এইচআর/ডিসেম্বর ২০, ২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test