E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমান্ত থেকে ১০ চাঁদাবাজ আটক

২০১৪ মে ২৯ ১০:৩৫:০১
চাঁদপুর-মুন্সিগঞ্জ সীমান্ত থেকে ১০ চাঁদাবাজ আটক

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ও পার্শ্ববর্তী এলাকা মুন্সিগঞ্জের গজারিয়ায় অভিযান চালিয়ে ১০ চাঁদাবাজকে আটক করেছে কোস্টগার্ড সদস্যরা। বুধবার গভীর রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের নাম জানা যায়নি।

চাঁদপুর কোস্টগার্ডের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট এম এইচ রহমান জানান, একটি চক্র এ দু’টি জেলার সীমান্তবর্তী এলাকায় মেঘনা নদী দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্রলারে চাঁদাবাজি ও ছিনতাই করে আসছিল। কিছুদিন আগেও তারা একটি ট্রলারে হামলা চালিয়ে প্রায় ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়। এ ব্যাপারে মতলব উত্তর ও মুন্সিগঞ্জের গজারিয়া থানায় বেশ কয়েকটি অভিযোগ করে ভুক্তভোগীরা।

এসব অভিযোগের ভিত্তিতে কয়েকদিন ধরে মেঘনার এই এলাকায় গোপন অভিযান চালায় কোস্টগার্ড সদস্যরা। অবশেষে বুধবার রাত থেকে পরদিন সকাল পর্যন্ত মুন্সিগঞ্জ ও চাঁদপুর কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে ওই চক্রের ১০ জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে নগদ অর্থ উদ্ধার করা হয়।

(ওএস/জেএ/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test