E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাদুল্যাপুর দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা

২০১৫ ডিসেম্বর ২২ ১৮:৫৮:৫৮
সাদুল্যাপুর দুর্ঘটনায় নিহত ও আহতদের আর্থিক সহায়তা

গাইবান্ধা  প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা সদর সংলগ্ন জয়েনপুর-মন্দুয়ার গ্রামে পুনঃ নির্মাণাধীন লংকেশ্বর সেতুর ধসে পড়া মাটি ও ইটের চাপড়ার নিচে চাপা পড়ে নিহত ৩ জনকে দাফন কাফনের জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে এবং আহত চিকিৎসার জন্য ৫ জনকে ৫ হাজার টাকা সহায়তা দেয়া হয়। ওই দুর্ঘটনায় নিহতরা হচ্ছেন গাইবান্ধা সরকারী কলেজ থেকে এ বছর অনার্স পাশ করা কাকলি আক্তার (২১), তার ফুফা আবদুস ছাত্তার সরকার (৬০) ও আব্দুল কুদ্দুস (৩০)।

নিহতের দাফন সম্পন্ন হয়েছে। আহতরা হচ্ছেন আরিফ মিয়া, সেলিমা বেগম ও মিনারা বেগম, ফুল মিয়া ও সোহেল। ওই ঘটনায় নিহতের প্রতিটি পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানেরও ঘোষণা দেয়া হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মো. শফিকুল ইসলামকে আহবায়ক করে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করে দিয়েছেন। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- এডিশনাল এসপি ফারুক আহমেদ, সাদুল্যাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্যাহ আল মামুন তালুকদার, ডেপুটি ডাইরেক্টর ফায়ার সার্ভিস এডি আব্দুল হামিদ ও সিভিল ডিফেন্স এবং গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর একজন প্রতিনিধি। এদিকে আহতদের মধ্যে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে মিনারা বেগম, সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে¬ক্সে সেলিনা বেগম ও ফুলমিয়া এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। উল্লেখ্য, গত সোমবার রাতে ওই ভেঙ্গে সেতুর পুরনো ইট কুড়াতে গিয়ে ওই তিনজন নিহত ও অপর ৫ জন আহত হয়।


(আরআই/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test