E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গাইবান্ধায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীরা

২০১৫ ডিসেম্বর ২২ ২০:১৮:০০
গাইবান্ধায় জনতার মুখোমুখি মেয়র প্রার্থীরা

গাইবান্ধা প্রতিনিধি  গাইবান্ধা পৌরসভার মেয়র প্রার্থীদের নিয়ে  মঙ্গলবার বিকেলে স্থানীয় পৌর পার্কের শহীদ মিনারে ‘জনতার মুখোমুখি’ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সচেতন নাগরিক কমিটি (সনাক) ওই অনুষ্ঠানের আয়োজন করে।

সংগঠনের সভাপতি প্রবীণ সাংবাদিক গোবিন্দলাল দাসের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে সনাকের সদস্যরা জাতীয় সংগীত পরিবেশন করেন। ভোটারদের শপথ বাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি অধ্যাপক মাজহার-উল মান্নান। একপর্যায়ে মেয়র প্রার্থীরা একে অপরের হাতে হাত রেখে মঞ্চে দাঁড়ালে উপস্থিত ভোটাররা করতালি দিয়ে তাদের অভিনন্দন জানান।

জনতার মুখোমুখি অনুষ্ঠানের আহবায়ক উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেয়র প্রার্থী একেএম ফেরদৌস আলম, মো. মির্জা হাসান, মো. শহীদুজ্জামান শহীদ, মো. শামছুল আলম, অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন ও অ্যাডভোকেট সরদার রোকনুজ্জামান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সনাকের স্থানীয় সরকার উপকমিটির আহবায়ক প্রবীর চক্রবর্ত্তী, টিআইবির সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মো. হাসান আলী, শিরিন আকতার প্রমুখ।

এরপর ভোটাররা প্রার্থীদের সরাসরি পৌরসভার উন্নয়ন, নাগরিক সেবা সম্পর্কিত প্রশ্ন করেন। প্রার্থীরা এসব প্রশ্নের উত্তর দেন।

গাইবান্ধার আরও সংবাদ


ফুলছড়ির গজারিয়া ইউপি নির্বাচনের দাবিতে মানববন্ধন


গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন পরিষদের নির্বাচন স্থগিত করার চক্রান্তের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত ফুলছড়ি থানামোড় থেকে বেইলীব্রীজ সড়কে এক মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু ব্রহ্মপুত্র নদের ভাঙনে কয়েকটি মৌজা বিলীন হওয়ার কথা বলে বিভিন্ন দপ্তরে সীমানা পূননির্ধারণসহ নিবার্চন স্থগিত করার আবেদন জানান। এব্যাপারে আদালতে একটি মামলাও দায়ের করা হয়। এরই প্রেক্ষিতে গজারিয়া নাগরিক ঐক্য পরিষদের ডাকে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে এলাকার রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।

মানববন্ধন কর্মসূচী চলাকালে গাইবান্ধার জেলা প্রশাসক মোঃ আব্দুস সামাদ ফুলছড়ি থানা পরিদর্শনে এলে এলাকাবাসি ও আন্দোলনকারিরা নির্ধারিত সময়ে নির্বাচনের দাবী জানান। জেলা প্রশাসক দ্রুত বিষয়টি খতিয়ে দেখে এবং নিষ্পত্তি করে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের আশ্বাস দেন।

ওই মানববন্ধনে বক্তব্য রাখেন গজারিয়া নাগরিক ঐক্য পরিষদ ও গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সামছুল আলম, আওয়ামীলীগ নেতা শফিউল আলম, মকবুল হোসেন, মোহাম্মদ আলী ব্যাপারী, নুরুন্নবী মুন্সী, হাবিবুর রহমান হবি, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, বিএনপি নেতা মন্জুরুল আলম কনক, উপজেলা যুবদলের সভাপতি ওহিদুল ইসলাম জয়, সাবেক ইউপি সদস্য শহিদুল ইসলাম সহিদ, আব্দুল গণি মিয়া, ছাত্রলীগ ইউনিয়ন সভাপতি জিহাদুল ইসলাম মওলা প্রমূখ।
এ ব্যাপারে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোতোষ রায় মিন্টু জানান, গত ২০১৪ ও ২০১৫ সালে ব্রহ্মপুত্রের ভয়াবহ ভাঙনে গজারিয়া ইউনিয়নের গলনা ও জিয়াডাঙ্গা মৌজা বিলীন হয়ে যায়। তিনি মৌজা দুইটির সীমানা পুনর্নির্ধারণের জন্য সংশি¬ষ্ট দপ্তরে আবেদন করেন। তিনিও দ্রুত সীমানা নির্ধারন করে যথাসময়ে নির্বাচনের জন্য কর্তৃপক্ষের কাছে দাবী জানান। তবে মামলার বিষয়ে তার সংশি¬ষ্টতা নেই বলে তিনি উলে¬খ করেন।

গাইবান্ধায় গণ সমাবেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান
মানবাধিকার সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধ করতে হবে
‘মানবাধিকার সুরক্ষা ও নারী নির্যাতন প্রতিরোধ শীর্ষক’ এক গণ সমাবেশে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, নারী জাগরণ ঘটিয়ে নারীর প্রতি সহিংসতা শূন্যের কোঠায় নামিয়ে আনতে হবে। তিনি বলেন, বাল্য বিবাহ এবং যৌতুক প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সকল সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করে মানবাধিকার সুরক্ষা করতে হবে।

গতকাল মঙ্গলবার গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত ওই গণ সমাবেশে সভাপতিত্ব করেন ভরতখালী ইউপি চেয়ারম্যান শামছুল আজাদ শীতল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মানবাধিকার কমিশনের সচিব আমজাদ হোসেন, জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ, পুলিশ সুপার মো. আশরাফুল ইসলাম, ইউএনও মোস্তাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান এএইচএম গোলাম শহীদ রঞ্জু, মোস্তাফিজুর রহমান, মো. শাহজাহান প্রমুখ।

এর আগে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গণতন্ত্রের ভীত মজবুত করতে পৌর নির্বাচনে সকলের ভোটাধিকারের বিষয়টি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে সরকার, নির্বাচন কমিশন ও নির্বাচনে অংশগ্রহণকারিদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গাইবান্ধায় হত্যার বদলে হত্যা ,গ্রেফতার ৪

গাইবান্ধার সুন্দরগঞ্জ হত্যা মামলার বদলে মারমুর শাহ্ (২৩) নামক যুবককে হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সুত্রে জানা যায়, উপজেলা তালুক সর্বানন্দ গ্রামের আব্দুল লতিফের ছেলে মারমুরশাহ্কে মারপিট করে প্রতিবেশি হাজী লুৎফর রহমানগং। এ ঘটনায় আহত মারমুরশাহ্ চিকিৎসাধীন অবস্থায় (রমেক) হাসপাতালে মঙ্গলবার ভোরে মারা যান। এব্যাপারে নিহতের ভাই মশিউর রহমান বাদী হয়ে লুৎফর রহমানগং এর বিরুদ্ধে থানায় হত্যা মামলা করেন। এতে হাজী লুৎফর রহমানের ছেলে জাহিদুল, রাশেদুল. টুলু ও জাহিদুলের ছেলে সাইদুরকে গ্রেফতার করেন পুলিশ। উল্লেখ্য, চলতি বছরের জুলাই মাসে হাজী লুৎফরের পুত্র সাইফুল ইসলাম হত্যা মামলার আসামী হিসেবে রয়েছেন বলে থানা অফিসার ইনচার্জ ইসরাইল হোসেনে বিষয়টি নিশ্চিত করেছেন।

(এনএস/এস/ডিসেম্বর২২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test