E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে শিক্ষকের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

২০১৫ ডিসেম্বর ২৩ ১৪:৩৯:১০
নড়াইলে শিক্ষকের অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন

নড়াইল প্রতিনিধি : নড়াইল সদর উপজেলা বামনহাট উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত দূর্নীতিবাজ প্রধান শিক্ষক দীপক কুমার সাহার স্বেচ্ছাচারিতা ও ষড়যন্ত্রমুলক কর্মকান্ডের প্রতিবাদে ও অপসারনের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ম্যানেজিং কমিটির বিদ্যুৎসাহী সদস্য প্রণব রায়।

লিখিত বক্তব্যে তিনি অভিযোগ করেন, প্রধান শিক্ষক দীপক কুমার সাহা পূর্বে জেলার কালিয়া জেএমপি আলতাফ মোল্যা মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকা কালে বিভিন্ন অনিয়ম ও নূর্নীতির অভিযোগে বরখাস্ত হন। পরে বামনহাট উচ্চ বিদ্যালয়ের অবৈধভাবে নিয়োগপ্রাপ্ত হয়ে দূর্নীতিবাজ এই শিক্ষক স্বেচ্ছাচারিতা, বিদ্যালয়ে অব্যবস্থাপনা ও কর্তব্য অবহেলা এবং শিক্ষক নিয়োগের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে শিক্ষার পরিবেশ নষ্ট করছে। এছাড়া বিভিন্ন সময়ে সন্ত্রাসী দিয়ে বিদ্যালয়ের শিক্ষক, সভাপতির উপর হামলা চালিয়ে আহত করে এবং হয়রানিমুলক মিথ্যা মামলা দিয়ে প্রতিষ্টানকে কলুশিত করছেন বলেও অভিযোগ করেন।

এসময় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কার্ত্তিক গোলদার, রতন রায়, সমির বিশ্বাস, প্রশান্ত গোলদার, আনসার উদ্দিন, মুকুল বিশ্বাস, আবেনুর রহমান, অনিতা রায়, নিমায় চন্দ্র বিশ্বাস, নির্মল বিশ্বাসসহ বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

(টিএবি/এইচআর/ডিসেম্বর ২৩,২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test