E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের

২০১৫ ডিসেম্বর ২৪ ১৮:২৬:২৩
নড়াইলে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের

নড়াইল প্রতিনিধি :নড়াইলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া মন্তব্য করায় নড়াইলের একটি আদালতে তার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়।  আজ বৃস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদর আমলী আদালতে মামলাটি দায়ের করেন নড়াইলের নড়াগাতি থানার চাপাইল গ্রামের রায়হান ফারুকী ইমাম।

আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ জাকারিয়্যা মামলাটি আমলে নিয়ে জুডিশিয়াল তদন্তের নির্দেশ দিয়েছেন। ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ২১ ডিসেম্বর সন্ধ্যায় ঢাকায় মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশে বেগম খালেদা জিয়া প্রধান অতিথির বক্তব্যে স্বাধীনতা যুদ্ধে ৩০ লক্ষ শহীদ সংখ্যা নিয়ে বির্তক আছে বলে মন্তব্য করেন। এছাড়া একই সমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ না করে তাকে (বঙ্গবন্ধু) ইঙ্গিত করে খালেদা জিয়া বলেন, তিনি স্বাধীনতা চাননি। পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, স্বাধীন বাংলাদেশ চাননি। এই বক্তব্য বিভিন্ন সংবাপত্র ও ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার হয়।

মামলার বাদী নড়াইল আইনজীবী সমিতি ভবনে বসে এ সংবাদটি পড়ে মারাত্মক ভাবে ক্ষুদ্ধ হন। বাদী রায়হান ফারুকী ইমাম বলেন, মুক্তিযুদ্ধের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি হওয়ার শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়ার এ ধরণের বক্তব্যে মর্মাহত হয়ে মামলাটি দায়ের করেছি।

(টিএআর/এস/ডিসেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test