E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে আমন চাল সংগ্রহ উদ্বোধন

২০১৫ ডিসেম্বর ২৫ ১৫:২৪:৫৪
ঈশ্বরদীতে আমন চাল সংগ্রহ উদ্বোধন

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : শুক্রবার সকালে ঈশ্বরদী এলএসডি সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়ের সামনে আমন চাল সংগ্রহ ২০১৫-১৬ অভ্যন্তরীণ সংগ্রহের উদ্বোধনকরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভাষাসৈনিক, বীর মুক্তিযোদ্ধা, ভূমিমন্ত্রী আলহাজ্ব শামসুর রহমান শরীফ এম.পি ।

এসময় ভূমি মন্ত্রী বলেন, ‘কৃষকের উন্নতি তো দেশের উন্নতি। মাননীয় প্রধানমন্ত্রী উন্নত বাংলাদেশ গড়তে কৃষকদের জীবনমান উন্নত করার ঘোষণা দিয়েছেন। কৃষকদের অর্জিত আয় উন্নত বাংলাদেশ গড়তে বিশেষ ভূমিকা রাখবে।’

ভূমি মন্ত্রী শরীফ আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা কৃষকদের ভাগ্যোন্নয়নে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, আত্মনির্ভরশীল বাংলাদেশকে বিশ্বের কাছে মডেল হিসেবে দাড় করিয়েছেন। তিনি বলেন, বাংলাদেশের কৃষক এখন আধুনিক প্রযুক্তি কাজে লাগাচ্ছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষকরা দেশকে উন্নতির শিখরে দাঁড় করাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনিসুন্নবী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মোকলেছুর রহমান মিন্টু, ইউএনও শাকিল মাহমুদ, অফিসার ইনচার্জ বিমান কুমার দাস প্রমুখ।

উল্লেখ্য, ঈশ্বরদী এলএসডি-তে অভ্যন্তরীণ আমন সংগ্রহের পরিমাণ ৩ হাজার ৫০০ মেট্রিক টন। আমন চালের সংগ্রহমূল্য ধার্য্য রয়েছে প্রতি কেজি ৩১ টাকা।

(এসকেকে/এএস/ডিসম্বের ২৫, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test