E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

২০১৫ ডিসেম্বর ২৬ ১৮:৫০:০৭
বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত

গাইবান্ধা প্রতিনিধি : বাড়িভিটার সীমানা নিয়ে বিরোধের জের ধরে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়নের চরিতাবাড়ি গ্রামে শনিবার সকালে এক সংঘর্ষের ঘটনায় বড় ভাই সেরাফত আলীর (৬০) লাঠির আঘাতে ছোট ভাই খোকা মিয়া (৫৫) নিহত হয়েছেন। ওই ঘটনায় হাফিজার রহমান (২৮) ও আমিনুল ইসলাম (১৮) নামে খোকা মিয়ার দুই ছেলে আহত হয়েছেন।

আহতদের আশংকাজনক অবস্থায় সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ও গ্রামবাসি জানান, ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে সেরাফত আলীর সাথে ছোট ভাই খোকা মিয়ার বসতবাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

এরই জের ধরে শনিবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা এবং একপর্যায়ে সেরাফত আলী ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে খোকা মিয়ার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই খোকা মিয়া মারা যান। এ সময় বাবাকে রক্ষা করতে গিয়ে খোকা মিয়ার দুই ছেলে এগিয়ে গেলে তারাও গুরুতর আহত হন। এ ঘটনার খবর পেয়ে জেলা সহকারী পুলিশ সুপার (এ সার্কেল) মো. রবিউল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসরাইল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেন। এ ব্যাপারে সুন্দরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। সেরাফত আলী এখন পলাতক।

গাইবান্ধার অারো খবর

গাইবান্ধায় নির্বাচনী প্রচার অভিযান

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা পৌরসভার বর্তমান মেয়র এবং এবারের নির্বাচনে মেয়র প্রার্থী মো. শামছুল আলম গতকাল শনিবার সকালে শহরের সরকারপাড়া, পশ্চিমপাড়া, গোডাউন রোড, মাঝিপাড়া, টাবুপাড়া ও আদর্শপাড়াসহ বেশকিছু এলাকায় গণসংযোগ করেন। এসময় তার সাথে ছিলেন মুক্তিযোদ্ধা এনামুল ইসলাম টুকু, বহ্মপুত্র সেতু বাস্তবায়ন কমিটির নেতা খন্দকার ওমর হায়াত, জেলা যুবজোটের সম্পাদক সুজন প্রসাদ প্রমুখ। তারা শামছুল আলমকে মোবাইল ফোন মার্কায় ভোট দিয়ে পুনরায় তাঁকে নির্বাচিত করার আহবান জানান।

রংপুর চিনিকলের ৫৯তম আখমাড়াই মৌসুম শুরু

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা জেলার একমাত্র ভারিশিল্প কারখানা মহিমাগঞ্জের রংপুর চিনিকলে শুক্রবার বিকেলে ২০১৫-২০১৬ মৌসুমের আখ মাড়াই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এটি এ চিনিকলের ৫৯তম মাড়াই মৌসুম।

গাইবান্ধা-৪ গোবিন্দগঞ্জ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কালাম আজাদ কেইন কেরিয়ারের ডোঙ্গায় আখ নিক্ষেপের মাধ্যমে মাড়াই মৌসুমের সূচনা করেন। চলতি মৌসুমে রংপুর চিনিকল কর্তৃপক্ষ ৪৮ দিনে চিনিকলের আওতাধীন আটটি সাবজোন এলাকার ৩ হাজার ৮৮২ একর জমিতে উৎপাদিত ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ৬ দশমিক ৫০ শতকরা হারে আহরণ করে ৩ হাজার ৯০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করেছে।

এ উপলক্ষে চিনিকল কেইন ক্যারিয়ার প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিএসএফআইসি’র পরিচালক (সিডিআর) মোঃ হাবিবুর রহমান, জেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ হোসেন ফকু, মহিমাগঞ্জ ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান, রংপুর চিনিকল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, আখচাষী কল্যাণ গ্রুপের সভাপতি জিন্নাত আলী প্রধান, অধ্যাপক আবু তাহের প্রমুখ।


গাইবান্ধায় জামায়াতকর্মীসহ গ্রেফতার ৩০

গাইবান্ধা প্রতিনিধি : জামায়াতকর্মী গাইবান্ধা জেলার বিভিন্ন স্থান থেকে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত সময়ে পুলিশের বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে নাশকতা, সন্ত্রাস, হত্যা, নারী নির্যাতন, মাদক ব্যবসা ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে।



(বিএম/এস/ডিসেম্বর২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test