E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'গণতন্ত্রকে পুনরুদ্ধার করতেই পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছি'

২০১৫ ডিসেম্বর ২৬ ১৯:৫৮:৪১
'গণতন্ত্রকে পুনরুদ্ধার করতেই পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছি'

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি :বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,এবারই প্রথম রাজনৈতিক দলগুলোর সক্রিয় অংশগ্রহনে দলীয় প্রতীক নিয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সে কারণেই আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করছি আমাদের দলীয় প্রতীক নিয়ে।

আমরা যে আন্দোলন শুরু করেছি সে আন্দোলনের একটি পর্যায় পৌরসভা নির্বাচন। এ আন্দোলনকে বেগবান করতেই বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়েছে। সমগ্র বাংলাদেশে ২৩৬টি পৌরসভা নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে এগিয়ে নিয়ে যাব এবং এ সরকারকে বাধ্য করবো অতি দ্রুত একটি নিরপেক্ষ সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন দিয়ে জনগণের মতের প্রতিফলন ঘটাতে। গণতন্ত্র পুনরুদ্ধার এ আন্দোলনে শরিক হতে গোবিন্দগঞ্জ পৌরবাসীকে মেয়র পদে ধানের শীষ মার্কায় ভোট দিতে তিনি আহ্বান জানান।

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শনিবার বিকেলে পশ্চিম চারমাথা মোড়ে পৌরসভা নির্বাচনে বিএনপি প্রার্থীর সমর্থনে এক পথসভা অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ থানা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি রেজানুল হাবীব রফিকের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারন সম্পাদক এস এম আলতাব হোসেন পাতার পরিচালনায় আরও বক্তব্য রাখেন বিএনপি মনোনীত মেয়র প্রার্থী পৌর বিএনপির সভাপতি ফারুক আহম্মেদের স্ত্রী পৌর বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা মঞ্জুরী মোর্শেদা।

এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাসানুর রহমান চৌধুরী ডিউক, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মনোয়ার হোসেন রাজু সহ থানা ও পৌর বিএনপি, যুবদল, স্বেচ্ছাবেকদল, কৃষকদল, শ্রমিকদল ও ছাত্রদলের নেতৃবৃন্দ।


(এসআরডি/এস/ডিসেম্বর২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test