E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় বিচারকের বিরুদ্ধে তদন্ত কমিটির গণশুনানী অনুষ্ঠিত

২০১৪ মে ২৯ ১৪:৪৭:৩২
কুষ্টিয়ায় বিচারকের বিরুদ্ধে তদন্ত কমিটির গণশুনানী অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি : নানান জল্পনা কল্পনা আর দাম্ভিকতার অবসান ঘটিয়ে অবশেষে কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারকের বিরুদ্ধে তদন্ত কমিটির গণশুনানী অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ১টায় কুষ্টিয়ার জেলা ও দায়রা জজ আদালত মিলনায়তনে তদন্ত কমিটির কর্মকর্তা যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড.গোলাম মর্তুজা মজুমদারের উপস্থিতিতে এই গণশুনানী অনুষ্ঠিত হয়। দুপুর ১টা থেকে গণশুনানী শুরু করে একটনা চলে বিকেল ৩টা পর্যন্ত।

শুনানীকালে উপস্থিত জেলার চাঞ্চল্যকর সহিংস ঘটনার শিকার ভুক্তভোগীরা কান্নাজড়িত কন্ঠে বিচার বঞ্চনার করুণ ও মর্মান্তিক কাহিনী তুলে ধরেন। এসময় আইনগত ও তথ্যাদি প্রদান করতে সেখানে উপস্থিত আইনজীবিরা তাদের সহায়তা করেন। শুনানী গ্রহণকারী কর্মকর্তা বিচারক ড.গোলাম মর্তুজা মজুমদার অত্যন্ত মনোযোগ সহকারে ভুক্তভোগীদের বক্তব্য শুনে এবং তা লিপিবদ্ধ করে সেখানে তাদের স্বাক্ষর গ্রহণ করেন। তবে সময় স্বল্পতার কারণে উপস্থিত সকল সদস্যদের বক্তব্য গ্রহণ করতে পারেননি তদন্ত কর্মকর্তা।
উল্লেখ্য, কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক আফজাল হোসেনের বিরুদ্ধে অনিয়ম, দূনীতি ও ঘুষের বিনিময়ে জেলার নারী ও শিশুর উপর সংঘটিত সহিংসতার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত আসামীদের ছেড়ে দেয়াসহ মামলাগুলি নিষ্পত্তি করে দেয়ার অভিযোগ উঠলে বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবার ও জেলার সচেতন মহলের আন্দোলনের মুখে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের উদ্যোগে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কুষ্টিয়া কোর্টের বিরাজমান পরিস্থিতির উত্তোরণে ওই বিচারকের বিরুদ্ধে তদন্ত কমিটির প্রধান গণশুনানী করেন।
এসময় সেখানে বিচার বঞ্চিত শতাধিক ভুক্তভোগী পরিবারের সদস্যসহ জেলা আইনজীবি সমিতি’র সাধারণ সম্পাদক ও পিপি নুরুল ইসলাম দুলালের নেতৃত্বে কুষ্টিয়া বারের বিজ্ঞ আইনজীবি সদস্যবৃন্দ, কুষ্টিয়ার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিশেষ পিপি এ্যাড.আকরাম হোসেন দুলাল, বিভিন্ন সংস্থার সংবাদকর্মী, সামাজিক ও মানবাধিকার কর্মীরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎদাতা বিচার বঞ্চিত ভুক্তভোগী পরিবারের সকলের বক্তব্য অনেকটা এক এবং অভিন্ন হওয়ায় তদন্ত কর্মকর্তা শুনানী শেষে সাংবাদিকদের বলেন, আদালতের একজন বিচারক সম্পর্কে এ জাতিয় অভিযোগ উত্থাপন খুবই দুঃখজনক। সেই সাথে এখানে যে সকল বিচার প্রার্থীরা এসে তাদের বিচার না পাওয়ার কথা জানিয়েছেন, স্বাধীন সার্বভৌম দেশের একজন নাগরিক গণশুনানী হিসেবে অবশ্যই তাদের বিচার পাওয়ার অধিকার রয়েছে। বিচারপ্রার্থীদের ন্যায় বিচার প্রাপ্যতা যা তিনি নিশ্চিত করতে পারেননি, অথবা অন্য কোন কারণে চেষ্টা করেননি। এভাবে বিচারকের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠলে বিচার ব্যবস্থার উপর বিচারপ্রার্থীদের আস্থা হারাবে।

(কেকে/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test