E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

'আইন করে জঙ্গিবাদ দমন করা যাবেনা'

২০১৫ ডিসেম্বর ২৮ ১৫:৪২:৪৩
'আইন করে জঙ্গিবাদ দমন করা যাবেনা'

গোপালগঞ্জ প্রতিনিধি :দেশের বিশিষ্ট কলাম লেখক আব্দুল গাফ্ফার চৌধুরী বলেছেন, আইন করে জঙ্গিবাদ দমন করা যাবেনা। দেশের মানুষকে সংঘবদ্ধ হয়ে সামাজিক চেতনা গড়ে তুলে এদেরকে প্রতিরোধ করতে হবে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২ টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধীতে শ্রদ্ধাঞ্জলি শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে একথা বলেন। বিশিষ্ট এ কলামিষ্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে একটি ডকুমেন্টারী তৈরী করতে টুঙ্গিপাড়ায় এসেছেন বলে জানাগেছে।

তিনি মুক্তিযোদ্ধাদের নিয়ে খালেদা জিয়ার বক্তব্যের বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেন, উনি ভাড়াটে রাজনীতিক এবং পাকিস্তানের প্রেরণায় ও উৎসাহে পরিচালিত হন-এটাই প্রমাণ করলেন দেশবাসীর কাছে। এর বিরুদ্ধে অন্য কোন দেশ হলে আইনী ব্যবস্থা নিতো। এটা দেশদ্রোহীতা। কিন্তু, শেখ হাসিনা তাঁর মহত্বের জন্য হয়তো কিছুই করবেন না।

তিনি বলেন, উনি তার বক্তব্য প্রত্যাহার করলেও কিছু হবে না, ক্ষমাও চাইবেন না। কারণ উনার পিছনে আন্তর্জাতিক শক্তি রয়েছে। পাকিস্তান,সৌদি আবর ও আমেরিকার একটি অংশ তাকে উৎসাহিত করছে।


দেশে সাম্প্রতিক কালে জঙ্গি আস্তানার সন্ধান ও জঙ্গি তৎপরতার বিষয়ে তিনি বলেন, এটা আন্তর্জাতিক জঙ্গিবাদেরই অংশ। বাংলাদেশে এটা একটি বিশেষ চরিত্র নিয়েছে। বিএনপি-জামায়াত ও দেশের স্বাধীনতা বিরোধী শক্তি সংঘবদ্ধ হয়ে মদদ দিচ্ছে। যেহেতু বাঙালী জাতি চিরকালই ধর্ম প্রিয়, কিন্তু ধর্মান্ধ নয়, সে কারণে জঙ্গিবাদ মাথা চাড়া দিতে পারছে না।

তিনি যুব শক্তিকে সংঘবদ্ধ হয়ে সামাজিক চেতনা গড়ে তুলে এদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি আরো বলেন, এর সমাধান হবে শুধু আইন নয়, পুলিশ নয়, র‌্যাব নয়, তার সাথে জনশক্তি যোগ করতে হবে। জনগন প্রতিরোধ গড়ে তুললে জঙ্গিবাদ নির্মূল করা যাবে।

এসময় গোপালগঞ্জের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, ঢাকা জেলার পুলিশ সুপার হাবিবুর রহমান, গোপালগঞ্জের পুলিশ সুপার এস এম এমরান হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মাহাবুব আলি খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী লিয়াকত আলি লেকু, টুঙ্গিপাড়া পৌর মেয়র ইলিয়াস হোসেন সরদার, আওয়ামীলীগ নেতা এস এম আক্কাস আলিসহ আওয়ামীলীগ নেতাকর্মি ও স্থানীয় কবি-সাহিত্যিকগন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ঢাকা থেকে হেলিকপ্টারে করে টুঙ্গিপাড়ায় আসেন। তার সফর সঙ্গি হিসাবে তার মেয়ে বিনীতা চৌধুরী ও ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান টুঙ্গিপাড়া আসেন।

(ওএস/এস/ডিসেম্বর২৮,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test