E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে দুই পৌরসভায় উদ্বেগ উৎকন্ঠায় ভোটার ও প্রার্থীরা

২০১৫ ডিসেম্বর ২৯ ১৮:৫৪:৪৫
বাগেরহাটে দুই পৌরসভায় উদ্বেগ উৎকন্ঠায় ভোটার ও প্রার্থীরা

বাগেরহাট প্রতিনিধি :বাগেরহাট ও মোড়েলগঞ্জ পৌরসভার নির্বাচনের সুষ্ঠ পরিবেশ নিয়ে উদ্বেগ- উৎকন্ঠায় মধ্য দিয়ে শুরু হচ্ছে ভোট গ্রহন। বাগেরহাট পৌসভায় ১৫টির মধ্যে ১৪টি কেন্দ্র ও মোড়েলগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রের সবকটিই ঝুকিপূর্ণ হিসাবে চিহ্নিত করেছে প্রশাসন। জেলার এই দুইটি পৌরসভায় ভোটের আগেই প্রার্থী গাড়ী জ্বালিয়ে দেয়া, প্রচারে বাধা প্রতিপক্ষের হাতে প্রার্থী আহত হবার ঘটনাসহ চরমপন্থি সর্রহারা- সুন্দরবনের বনদস্যুদের নির্বাাচনী কাজে ব্যবহার নিয়ে প্রার্থীদের রয়েছে অভিযোগ-পাল্টা অভিযোগে। এই প্রেক্ষাপটে উদ্বেগ- উৎকন্ঠায় রয়েছেন ভোটার-প্রার্থীরা।

মঙ্গলবার বিকেলের মধ্যে কেন্দ্রে-কেন্দ্রে ভোটের সরঞ্জাম নিয়ে নির্বাচন গ্রহনকারী কর্মকর্তা-পুলিং অফিসারসহ আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন।

বাগেরহাট পৌরসভার ১৫টি কেন্দ্রে ৩৫ হাজার ২০৩ জন ভোটার রয়েছেন। মেয়র পদে লড়ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র খান হাবিবুর রহমান, তার সাথে প্রতিদ্বন্ধিতা হচ্ছে দলের বিদ্রোহী প্রার্থী সদ্য বহিস্কৃক সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিনা হাসিবুল হাসান শিপন, বিএনপির প্রার্থী একেএম আব্দুর হাই ও জাপা প্রার্থী মির্জা আলী হাসান খোকন। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন প্রার্থী রয়েছেন। মোরেলগঞ্জ পৌরসভায় মোট ভোটার ১৪ হাজার ৩৪৫ জন। ৯টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩৮ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ৯ জন প্রার্থী রয়েছেন। আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র এ্যাড.মনিরুল হক তালুকদার সেিথ প্রতিদ্বন্ধিতা হচ্ছে বিএনপির প্রার্থী বিএনপির আহবায়ক আব্দুল মজিদ জব্বারের সাথে। এই পৌরসভায় স্বতন্ত্র প্রাথী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক সোমনাথ দে।এবাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, ভোট গ্রহণ সুষ্ঠ ও নিরপেক্ষ করতে প্রতিটি ভোটকেন্দ্র পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৮ জন সদস্য নিয়োজিত রাখা হচ্ছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সাদা পেশাকে আইনশৃঙ্খলা রাক্ষাকারী বাহিনীর নজর দারি ছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একাধিক ভ্রাম্যমাণ আদালত ও স্টাইকিং ফোর্স মাঠে রয়েছে। নিয়ন্ত্রিত করা হচ্ছে যান চলাচল।


(জেএবি/এস/ডিসেম্বর২৯,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test