E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দিনাজপুরে ভোটগ্রহন সম্পন্ন, আটক ৫

২০১৫ ডিসেম্বর ৩০ ১৭:২৯:৫৫
দিনাজপুরে ভোটগ্রহন সম্পন্ন, আটক ৫

দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুর জেলার ৫টি ভোটগ্রহন সম্পন্ন হয়েছে। নির্বাচন চলাকালীন দিনাজপুর পৌরসভায় এক কাউন্সিলর প্রার্থীসহ ৫ জনকে আটক করেছে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী।

দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার জানান, জেলার ৫টি পৌরসভায় মোট ২ লাখ ৪ হাজার ৬১৫ জন ভোটার। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫৩ জন ও মহিলা ১ লাখ ৪ হাজার ১৬২ জন। মোট ভোট কেন্দ্র ৯৬টি। ভোট ক্ষ ৭০৮টি। ৫টি মেয়র পদে ২৭ জন, ৪৮টি সাধারণ কাউন্সিলর পদে ২০৯জন ও ১৬টি সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৬৪ জন প্রার্থী পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। দিনাজপুর পৌরসভার ৪৯টি কেন্দ্রে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটারেরা শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু পরিবেশে তাদের ভোট প্রদান করেছে।

সকাল থেকেই মহিলা ও পুরুষ ভোটারেরা ভোট কেন্দ্রে গিয়ে সারিবদ্ধভাবে তাদের ভোট প্রদান করেন। তবে পুরুষের চেয়ে মহিলাদের উপস্থিতি চোখে পড়ার মত। একইভাবে জেলার বীরগঞ্জ, ফুলবাড়ী, বিরামপুর ও হাকিমপুর পৌরসভায় শান্তিপূর্ণভাবে ভোটারেরা তাদের ভোট প্রদান করেছে। দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া কোথাও কোন অনিয়মের খবর পাওয়া যায়নি। তবে দিনাজপুর পৌরসভা নির্বাচনে কালিতলা ক্রিসেন্ট কিন্ডার গার্টেন স্কুলের সামনে থেকে ১ জন কাউন্সিলর প্রার্থীসহ ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন দিনাজপুর পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ও বিএনপি নেতা (উটপাখি) মাসুদুল ইসলাম মাসুদ (৩৫), সমর্থক আরিফুল আজম (২২), আলম মিয়া (২৫), জামিল হোসেন (২৬) ও মিজানুর রহমান (২০)।
আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। অন্য ৪টি পৌরসভায় কোন অনিয়ম ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং কোন গ্রেফতারেরও সংবাদ পাওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত ভোট গ্রহণ শেষে গণনা চলছিল।

দিনাজপুরের পুলিশ সুপার মোঃ রুহুল আমিন জানান, দিনাজপুরের ৫টি পৌরসভার ভোট অবাধ ও সুষ্ঠুভাবে গ্রহণের জন্য ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। ভোট চলাকালীন সময়ে ভোট কেন্দ্রে পুলিশ ও আনসার বাহিনীর সদস্য মোতায়েন থাকায় কোন বড় ধরনের অপ্রীতিক ঘটনা ঘটেনি। ভোট কেন্দ্রের বাইরে নির্বাহী ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত দায়িত্ব পালন করেছে।

এছাড়াও নিরাপত্তার টহলে পুলিশ, বিজিবি ও র‌্যাব সদস্য মোতায়েন ছিল। জেলার ৯৩টি স্থায়ী ও ৩টি অস্থায়ীসহ মোট ৯৬টি ভোট কেন্দ্রে ছিল। এর মধ্যে ৭৪টি গুরুত্বপূর্ণ, ২২টি সাধারণ কেন্দ্র ছিল। গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ২০ জন ও সাধারণ কেন্দ্রে ১৯ জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন ছিল। সব মিলিয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে ভোট গ্রহণ করা সম্পন্ন হয়েছে।

দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম জানান, তিনি জেলার ৫টি পৌরসভার ভোট কেন্দ্র পরিদর্শন করেছেন। ভোটারেরা বিরতিহীনভাবে শান্তিপূর্ণ পরিবেশে প্রায় ৭০ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

(এটি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test