E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ধামইরহাট ও সাপাহারে ১২টি গ্রাম আলোকিত

২০১৪ মে ২৯ ১৭:৫৩:২৮
ধামইরহাট ও সাপাহারে ১২টি গ্রাম আলোকিত

নওগাঁ প্রতিনিধি : স্বাধীনতার ৪৩ বছর পর নওগাঁর ধামইরহাটে ৭টি গ্রাম ও সাপাহার উপজেলার ৫ টি গ্রাম পল্লী বিদ্যুতের আলোতে আলোকিত হয়ে উঠলো। বৃহস্পতিবার ধামইরহাটের রামরামপুর কুমারপাড়া, মালাহার সুতারপাড়া, বাখরপুর, চাঁনকুড়ি, এন্দোয়া, হযরতপুর ও উদয়শ্রী গ্রামকে পল্লী বিদ্যুতায়নের আওতায় আনা হয়।

গ্রামগুলিতে বিদ্যুতায়ন কর্মসূচীর আওতায় সুইচ টিপে আলো জ্বালিয়ে উদ্বোধন করেন, জাতীয় সংসদের হুইপ মো. শহীদুজ্জামান সরকার বাবলু এমপি। বেলা ১১টায় এ উপলক্ষে উপজেলার রামরামপুর কুমারপাড়া গ্রামে এক আলোচনা সভা সাবেক ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার মো, হেমায়েত উদ্দিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মো. দেলদার হোসেন, পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আব্দুর রঊফ, শিক্ষক আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য জাকারিয়া হোসেন প্রমুখ।

পরে প্রধান অতিথি ৭টি গ্রামে পর্যায়ক্রমে গিয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করেন। একইদিন নওগাঁর সাপাহার উপজেলার ধাতালপাড়া, টেংরাকুড়ী, গোডাউনপাড়া, জামাননগর, মাদ্রাসাপাড়া গ্রামে বিদ্যুতায়ন কর্মসূচীর উদ্বোধন করেন স্থানীয় এমপি সাধন চন্দ্র মজুমদার।
(বিএম/এএস/মে ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test