E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

২০১৪ মে ২৯ ১৮:২১:৩২
নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নকলা উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করছেন। প্রতিটি পদেই আওয়ামী লীগ এবং বিএনপি’র একাধিক প্রাথী মনোনয়নপত্র জমা দিয়েছেন। ২৯ মে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে চেয়ারম্যান ও ভাইস-চেয়ারম্যান প্রার্থীরা মিছিল সহকারে উপজেলা পরিষদ কমপ্লেক্সে হাজির হয়ে মনোনয়নপত্র দাখিল করেন।

জেলা নির্বাচন কমকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান জানান, নকলা উপজেলা নির্বাচনে মোট ১৫ প্রার্র্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তন্মধ্যে উপঝেলা চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি বলেন, আগামী ৩১ মে শনিবার রিটার্নিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হায়দার আলীর কার্যালয়ে প্রার্থীদের দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই করা হবে।
উপজেলা চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ৪ জন ও বিএনপি’র ৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন-বর্তমান উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা শাহ মো. বুরহান, নকলা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম রব্বানী, সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শওকত হোসেন খান মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মনির হোসেন মনির। বিএনপি নেতা ও চরঅষ্টাধর ইউপি চেয়ারম্যান মাহবুব আলী চৌধুরী ওরফে মনির চৌধুরী, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক জাহিদ হোসেন বাদশা এবং টালকি ইউনিয়ন বিএনপির সম্পাদক জহিরুল ইসলাম মঞ্জু।
ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিলকারী ৩ প্রার্থী হলেন-চন্দ্রকোনা কলেজের প্রভাষক আওয়ামী লীগ নেতা কামরুজ্জামান গেন্দু, জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার যুগ্ম-সম্পাদক সারোয়ার আলম তালুকদার এবং উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শামসুল হক ডিলার।
সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন দাখিলকারী ৫ জন হলেন-আওয়ামী লীগ সমর্র্থিত বর্তমান ভাইস চেয়ারম্যান উম্মে কুলছুম রেনু, শ্রমিক লীগ নেত্রী লাকী আক্তার, হুজেরা বেগম, বিএনপি’র লতিফা বেগম ও কহিনূর বেগম।
উল্লেখ্য, আগামী ২৬ জুন নকলা উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ হবে। এক পৌরসভা ও ৯ ইউনিয়ন নিয়ে গঠিত নকলা উপজেলায় মোট ভোটার ১ লাখ ৩২ হাজার ৩৪৭। তন্মধ্যে পুরুষ ৬৫,৩৪২ ও মহিলা ৬৭,০০৫। মোট ৬৩ টি ভোটকেন্দ্রের ভোটকক্ষের সংখ্যা ২৮৩।
(বিএম/এএস/মে ২৯, ২০১৪)



পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test