E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে কাউন্সিলর পদে পরাজিত দুই নারীর অাগাম প্রচারণা

২০১৬ জানুয়ারি ০১ ১৪:১৫:২১
বাগেরহাটে কাউন্সিলর পদে পরাজিত দুই নারীর অাগাম প্রচারণা

বাগেরহাট প্রতিনিধি : বাগেরহাট পৌরসভার ৫৭ বছরের ইতিহাসে এই প্রথম সাধারণ কাউন্সিলর পদে পরিচিত দুই নারী নেত্রী সরাসরি পুরুষদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় করে হেরে গেলও তাদের এই লড়াই গোটা জেলায় সোরগোল ফেলে দিয়েছেন।

সাধারণ কাউন্সিলর পদে এই দুই নারী প্রার্থীকে নিয়ে ভোটারদের মাঝে উৎসাহের কোন কমতি ছিলোনা। সাধারণ কাউন্সিলর পদে এই দুই নারী প্রার্থী জয়ের ব্যাপারে আশাবাদী থাকলেও ভোটযুদ্ধে তার বিজয়ী হতে পারেনি। তবে, তারা দমে না গিয়ে এখনই শুরু করে দিয়েছেন, আগামী পৌর নির্বাচনের প্রচারনা। বাড়িতে-বাড়িতে গিয়ে এই দুই নারীনেত্রী তাদের ভোট দেয়ার জন্য ভোটারদের জানাচ্ছেন কৃতজ্ঞতা। এতে করে ভোট না দেয়া লোকজন এক দিকে যেমন লজ্জা পাচ্ছেন। অন্যদিকে দিচ্ছেন আগামী নির্বাচনে তাদের ভোট দেয়ার প্রতিশ্রিুতি।

এই দুই কাউন্সিলর প্রার্থী ছিলেন, বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হাসিনা রহমান (৪৫) এবং ৮ নম্বর ওয়ার্ডের নার্গিস আক্তার ইভা (৩৫)। দুজনই এসএসসি পাশ এই দুই প্রার্থীর মধ্যে হাসিনা রহমান বাগেরহাট পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নার্গিস আক্তার ইভা বাগেরহাট পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক এবং জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য।

বাগেরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ‘পাঞ্জাবি’ প্রতীক নিয়ে লড়েছেন বাগেরহাট পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা রহমান। তার প্রতিদ্বন্দ্বি তিন পুরুষ প্রার্থী। পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা রাজনীতির পাশাপাশি মহিলা পরিষদ, জেলা মহিলা ক্রীড়া সংস্থা, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। একটি বেসরকারি সংস্থার চাকরিজীবীও তিনি। হাসিনা রহমান বলেন, নির্বাচনে হেরে আমি ঘরে বসে থাকবো না। আমি ভালো ভোট পেয়েছি। আগামী নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছি। আনেকে ভোট না দিতে পেরে লজ্জা পাচ্ছেন। আগামীতে ভোট দেয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন।

আরেক প্রার্থী বাগেরহাট পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়ক ও জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য নার্গিস আক্তার ইভার প্রতীক ছিলো ‘টেবিল ল্যাম্প’। বাগেরহাট পৌরসবার ৮ নম্বর ওয়ার্ডে তার প্রতিদ্বন্দ্বি পাঁচ পুরুষ প্রার্থীর সাথে সমান তালে নির্বাচনী প্রচারনা চালিয়েছেন। এই নারী নেত্রী ইভা জানান, আমার পারিবারিক পিছুটান কম। মানুষের মধ্যেই আমার সময় কাটে। নির্বাচনে জয়-পরাজয় আছে। ভালো ভোট পেয়েছি। হেরে গেছি বলে বসে থাকলে চলবেনা। আগামী নির্বাচনের জন্য গণসংযোগ এখন থেকেই শুরু করে দিয়েছি। আগামীকে ভোদ পাবার প্রতিশ্রুতি পাচ্ছি। আগামী নির্বাচনে বিজয়ী হবার আশা রাখি।

বাগেরহাট পৌরসভার ইতিহাসে প্রথম সাধারণ কাউন্সিলর পদে দুই নারী নেত্রীর অংশ গ্রহনের বিষয়ে পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান জানান, বাগেরহাট পৌরসভায় এই প্রথম কোনো নারী সাধারণ কাউন্সিলর পদে প্রার্থী হয়েছিলেন। এটা ব্যতিক্রমী ও তাৎপর্যপূর্ণ। এই প্রার্থীরা বাগেরহাট পৌরসভার ইতিহাসে নতুন এক অধ্যায় রচনা করেছেন।

বাগেরহাট সরকারি পিসি কলেজের সাবেক উপাধ্যক্ষ কমল কুমার ঘোষ এই দুই নারীনেত্রী সাধারণ কাউন্সিলর পদে পুরুষ প্রার্থীদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করাকে দেখছেন ইতিবাচক দৃষ্টিতে। তিনি জানান, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। আজ হয়তো তারা পরাজিত হয়েছে,- অবশ্যই দেখবেন লেগে তাকলে সামনের নির্বাচনে তারা জয়ী হবে।

(একে/এএস/জানুয়ারি, ০১, ২০১৬)



পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test