E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় স্কুলে  স্কুলে বই উৎসব 

২০১৬ জানুয়ারি ০১ ১৯:৫১:৩৫
সাতক্ষীরায় স্কুলে  স্কুলে বই উৎসব 

সাতক্ষীরা প্রতিনিধি : নতুন  বই উৎসবে মেতে উঠেছে সাতক্ষীরা । স্কুলে স্কুলে বসেছে এই মেলা। সবার হাতে নতুন বই । নতুন ক্লাস , নতুন স্কুল আর নতুন বই নিয়ে মাতোয়ারা হয়ে উঠেছে সাতক্ষীরা । উৎসব মুখর পরিবেশে জেলার সাতটি উপজেলার সব  সরকারি বেসরকারি মাধ্যমিক,  প্রাথমিক  বিদ্যালয় ও মাদ্রাসার ছাত্র ছাত্রীদের মধ্যে বিতরন করা হয়েছে নতুন ক্লাসের বই । 

ছুটি উপেক্ষা করেও বছরের শুরুতে শুক্রবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে ছাত্রছাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো । পরে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে তুলে দেওয়া হয় এ বছরের সব বই ।

সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন সাংসদ মোস্তাক আহম্মেদ রবি, জেলা প্রশাসক নাজমুল আহসান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কিশোরী মোহন সরকার। সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কোমলমতি ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক এএফএম এহতেশামুল হক। এ ছাড়াও সাতক্ষীরা সিলভার জুবিলি মযেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে জেলা প্রশাসক নাজমুল আহসান নতুন বই তুলে দেন।

এদিকে সব ধরণের সরকারি ও বেসরকারি সুবিধা ভোগ করেও সরকারি সকল নিয়ম নীতিকে উপেক্ষা করে বই উৎসব পালন করেননি শহরের মুনজিতপুরের মীর মোকছেদ আলী শিশু বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা বয়সের ভারে ভারাক্রান্ত হামিদা বানু। এতে প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছেন ওই বিদ্যালয় পরিচালনা পরিষদের অন্যতম সদস্য অ্যাড. এস এম হায়দার আলী, ব্যাংক কর্মকর্তা আজিজুল হকসহ কয়েক’শ অভিভাবক।

জেলার এক হাজার ৬৫৯ টি সরকারি ও নিবন্ধনভূক্ত প্রাথমিক স্তরের বিদ্যালয়ের ৫৩০ টি মাধ্যমিক সরকারি বেসরকারি বিদ্যালয় ও মাদ্রাসায় চার লাখ ৬৩ হাজার শিক্ষার্থীদের মাঝে বিতরন করা হয় ৪০ লাখ ৬৭ হাজার ৯০০টি বই বিতরন করা হয়েছে বলে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার অফিস সূত্রে জানা গেছে ।




(আরএনকে/এস/জানুয়ারি০১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test