E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বচিত মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা

২০১৬ জানুয়ারি ০২ ১৫:২৫:০৪
বঙ্গবন্ধুর সমাধিতে নবনির্বচিত মেয়র ও কাউন্সিলরদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ পৌরসভার নবনির্বচিত পৌর মেয়র ও কাউন্সিলরগণ টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন। 

শনিবার দুপুর ১২টায় আওয়ামীলীগ মনোনীত নব-নির্বাচিত মেয়র কাজী লিয়াকত আলী লেকু, স্থানীয় আওয়ামীলী নেতৃবৃন্দ ও নব নির্বাচিত কাউন্সিলরগণদের সাথে নিয়ে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামীলীগ সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, গোপালগঞ্জ সদর থানা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিটু, টুঙ্গীপাড়া উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আব্দুল হালিম, টুঙ্গীপাড়া উপজেলা চেয়ারম্যান গাজী গোলাম মোস্তফা, সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, টুঙ্গীপাড়া পৌরসভার বর্তমান মেয়র ইলিয়াস হোসেন সরদার, নব-নির্বাচিত মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, গোপালগঞ্জ শহর আওয়ামীলীগের সভাপতি হাসমত আলি সিকদার চুন্নু, সাধারন সম্পাদক এস এম নজরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সিকদার নুর মোহাম্মদ দুলু, এস এম আক্কাস আলি, জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল হামিদ, গোপালগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ডে আলিমুজ্জামান বিটু, ২ নং ওয়ার্ডের শেখ নুরুল আমিন বিপ্লব, ৩ নং ওয়ার্ডের রোমান মোল্লা, ৪ নং ওয়ার্ডে শেখ আতিকুর রহমান পিটু, ৫ নং ওয়ার্ডে জসিম উদ্দিন খান খসরু, ৬ নং ওয়ার্ডে নাজমুল ইসলাম নাজিম, ৭ নং ওয়ার্ডে মোঃ শাহ নাহিদ, ৮ নং ওয়ার্ডে এম মাহাবুব আলী সোহেল, ৯ নং ওয়ার্ডে মোঃ আল-আমিন ইসলাম, সংরক্ষিত নারী ওয়ার্ড (১,২,৩) খাদিজা বেগম, ওয়ার্ড (৪,৫,৬) ইসমত আরা ও ওয়ার্ড (৭,৮,৯) সাইয়েদা আক্তারসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অপরদিকে, চুয়াডাঙ্গা পৌরসভার নবনির্বাচিত মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু কর্মী ও সমর্থকদের নিয়ে বঙ্গবন্ধুর মাজারে শ্রদ্ধা নিবেদন করেন।

(এমএইচএম/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test