E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

২০১৬ জানুয়ারি ০২ ১৬:৩৯:০০
গোপালগঞ্জে যৌন হয়রানীর অভিযোগে শিক্ষক বরখাস্ত

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জে শুকতাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীকে যৌন হয়রানীর অভিযোগে ওই স্কুলের সহকারী শিক্ষক আব্দুল্লাহ-আল-মামুনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে ওই স্কুলের ম্যানেজিং কমিটি এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়। এ ঘটনার পর থেকে ওই শিক্ষক এলাকা ছেড়ে পালিয়েছে। ওই শিক্ষকের বাড়ি জেলার কাশিয়ানী উপজেলার মহানাগ গ্রামে।

শুকতাইল ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আবেদ আলী সাংবাদিকদেরকে জানিয়েছেন, সহকারী শিক্ষক আব্দুল্লাহ-আল- মামুন শুকতাইল গ্রামের একটি বাড়িতে লজিং থাকতেন। এই সুযোগে ওই বাড়ির এসএসসি পরীক্ষার্থীর সাথে অনৈতিক সম্পর্ক গড়ে তুলেন। কিছু গোপন ভিডিও ধারন করেন তার মোবাইল ফোনে। এসব ভিডিও চিত্র ধারন করে শিক্ষার্থীকে একের পর এক ব্ল্যাকমেইল করে যাচ্ছিলেন।

ওই শিক্ষক তার গ্রামের বাড়িতে গেলে তার স্ত্রী ভিডিও চিত্রটি দেখে ফেলেন এবং ওই ছাত্রীর প্রতিবেশীর মোবাইলে ট্রান্সফার করে। সে ভিডিওচিত্র অন্যান্যদের দেখান।

শনিবার শুকতাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরন অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ করেন এলাকাবাসী।

সদর উপজেলা নির্বাহী অফিসার ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য উপস্থিত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশ দেন। পরে ম্যানেজিং কমিটি জরুরী সভা ডেকে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করেন।

স্কুলের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেছেন, এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে ও সদর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ওই শিক্ষককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে তাকে স্থায়ীভাবে বরখাস্ত করা হবে।

গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ইদ্রিস আলী জানান, এলাবাসীর অভিযোগের সময়ে তিনি সেখানে উপস্থিত ছিলেন। ওই শিক্ষকও অনুষ্ঠানে ছিলেন। কিন্তু, অভিযোগ ওঠার পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তিনি আরো জানান, ওই ছাত্রীর পক্ষ থেকে অভিযোগ আসলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জালালউদ্দিন জানান, শুকতাইল নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে আমি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলাম। সেখানে স্থানীয়রা সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এসএসসি পরীক্ষার্থীর সাথে অনৈতিক কাজের অভিযোগ করেন। আমি ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করার জন্য উপস্থিত ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রধান শিক্ষককে নির্দেশ দিয়েছি।

(এমএইচএম/এএস/জানুয়ারি ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test