E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ১ শ্রমিক নিহত

২০১৬ জানুয়ারি ০৪ ১৭:১৫:০৫
ঈশ্বরদীতে বাসের ধাক্কায় ১ শ্রমিক নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের গোকুল নগরে এম এম জুট ফাইবারস এন্ড ইন্ডাষ্টিজ লিমিটেড এর নিজস্ব পরিবহনের বাস নিয়ন্ত্রন হারিয়ে মিলের প্রধান ফটকের সাথে আঘাত করলে মিলের এক শ্রমিক নিহত হয়।

নিহত শ্রমিক লালপুর উপজেলার কেশববাড়িয়া গ্রামের সাহেব আলীর ছেলে সুমন (২৫)। গেটের সামনে সুমনের দেহের ছোপ ছোপ রক্ত ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। জানা গেছে, দেড় লাখ টাকায় রফা করে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে চলে গেছে সুমনের পরিবারের সদস্যরা। সাংবাদিকদের দেখে মিল কর্তৃপক্ষের লোকজন রক্ত ধুয়ে ফেলে।

প্রত্যক্ষদশীরা জানান, সোমবার ভোরে কাজ শেষে গাড়ীর অপেক্ষা করতে থাকে লালপুর এলাকার শ্রমিকরা। ভোর সাড়ে ৬টার দিকে শ্রমিকবাহী একটি বাস গেট অতিবাহিত হওয়ার সময় বাসের ধাক্কায় গেটের সঙ্গে চাপা লাগলে মিলের শ্রমিক সুমন ঘটনাস্থলেই নিহত হয়।

নিহত শ্রমিক সুমনের পিতা সাহেব আলী জানান, মাত্র ৩ সপ্তাহ আগে সুমন এই মিলে কাজ নেয়। তিনি জানান, ছেলের মৃত্যুর কথা শুনে মিলে ছুটে এলে মালিক পক্ষ ক্ষতি পূরণ হিসেবে ২০ হাজার টাকা দিতে চেয়েছিলেন। বাড়িতে সুমনের ৬ মাসের অন্তঃস্বত্তা স্ত্রী রয়েছে। দর কষাকষির এক পর্যায়ে ক্ষতিপূরণ হিসেবে নগদ দেড় লক্ষ টাকা প্রদান করলে মামলা না করে আমরা সুমনের লাশ নিয়ে চলে যাই।

(এসকেকে/এইচআর/জানুয়ারি ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test