E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুন্দরবনে অয়েল ট্যাংঙ্কারের আঘাতে কেবিন ক্রুজারসহ ৩টি লঞ্চ ক্ষতিগ্রস্ত, ট্যাংঙ্কার আটক

২০১৬ জানুয়ারি ০৪ ২২:১৫:০০
সুন্দরবনে অয়েল ট্যাংঙ্কারের আঘাতে কেবিন ক্রুজারসহ ৩টি লঞ্চ ক্ষতিগ্রস্ত, ট্যাংঙ্কার আটক

বাগেরহাট প্রতিনিধি :সুন্দরবনে এবার অয়েল ট্যাংকার এমভি মক্কা - ১ এর আঘাতে বন বিভাগের কেবিন ক্রাজারসহ ৩টি লঞ্চ ক্ষতিগ্রস্ত হয়েছে। এরমধ্যে সাইবার বডির কেবিন ক্রজারটি মাঝখান থেকে ভেঙ্গে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। সোমবার দুপুরে বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরনখোলা রেঞ্জ অফিসের সামনে বগি-শরনখোলা নদীতে এঘটনা ঘটে। এই দুর্ষটনায় সুন্দরবন বিভাগের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। আটক করা হয়েছে মাষ্টার ক্রসহ এমভি মক্কা- ১ নামের আঘাতকারী ওই অয়েল ট্যাংকারটি।

বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভােেগর শরনখোলা রেঞ্জের এসিএফ মো. কামাল উদ্দীন আহম্মেদ জানান, দুপুর দেড়টার দিকে মংলা থেকে ঢাকাগামী অয়েল ট্যাংকার এমভি মক্কা - ১ বগি-শরণখোলা নদী দিয়ে এসে শরনখোলা রেঞ্জ অফিসের পল্টনের গ্যাংওয়েতে নোঙ্গর করে রাখা বনবিভাগের সাইবার বডির কেবিন ক্রজারের মাঝ বরাবর আঘাত হানে। এতে ২৫ লাখ টাকা মুল্যের কেবিন ক্রজারটি মাঝ বরাবর ভেঙ্গে চুরমার হয়ে অর্ধ নিমজ্জিত অবস্থায় রয়েছে। এসময় ওই অয়েল ট্যাংকারের ধাক্কায় পল্টনের গ্যাংওয়ে ক্ষতিগ্রস্থসহ সেখানে নোঙ্গর করে থাকা বনবিভাগের আরো দুটি টহল লঞ্চ বন হরিণী - ১ ও বন হরিণী - ৪ ক্ষতিগ্রস্থ হয়। এঘটনায় সুন্দরবন বিভাগের প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে এই বন কর্মকর্তা জানান। তিনি আরো জানান, এঘটনার পর অয়েল ট্যাংকারটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বন বিভাগ অভিযান চালিয়ে ১২জন স্টাফসহ হামলাকারী ওই ট্যাংকারটিকে আটক করে রেঞ্জ অফিসে নিয়ে আসে। এঘটনায় এখনো কোন মামলা হয়নি। চট্রগ্রামের একেএম মাহমুদুর রহমান হামলাকারী ওই অয়েল ট্যাংকারের মালিক বলে জানান।


(এসকেএ/এস/জানুয়ারি০৪,২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test