E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সাতক্ষীরায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ০৬ ১৬:১৭:২২
সাতক্ষীরায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি : গভীর শ্রদ্ধা ও ভালবাসায় চারণ সাংবাদিক মোনাজাতউদ্দিনকে স্মরণ করলেন সাতক্ষীরার সাংবাদিকবৃন্দ। বুধবার দুপুর ১২টায় সাতক্ষীরা প্রেসক্লাব এই স্মরণসভার আয়োজন করে। প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত স্মরণসভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. আবুল কালাম আজাদ।

ক্লাবের সাধারণ সম্পাদক এম কামরুজ্জামানের সঞ্চালনায় সাংবাদিক মোনাজাতউদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক অধ্যাপক আবু আহমেদ, যুগান্তরের স্টাফ রিপোর্টার সুভাষ চৌধুরী, প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জি, জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মিজানুর রহমান, শেখ আবদুল ওয়াজেদ কচি, মমতাজ আহমেদ বাপী, গোলাম সরোয়ার, ফারুক মাহবুবুর রহমান, বরুন ব্যানার্জী, সেলিম রেজা মুকুল, মনিরুল ইসলাম মনি, আব্দুল জলিল, কাজী শওকত হোসেন ময়না প্রমুখ।

বক্তারা অনুসন্ধানী সাংবাদিকতার পথিকৃৎ মোনাজাত উদ্দিনকে অনুসরণের আহবান জানিয়ে বলেন, কঠিন দারিদ্র্য নিয়েও মোনাজাত উদ্দিন কখনো নীতিবিচ্যূত হননি। সাংবাদিকতায় তিনি ছিলেন অত্যন্ত আন্তরিক। পায়ে হেটে পথ থেকে পথে গিয়ে সংবাদ সংগ্রহে তিনি ছিলেন অতুলনীয়।

প্রসঙ্গত, ১৯৯৫ সালের ২৯ ডিসেম্বর ফেরির ছাদ থেকে পড়ে মৃত্যু হয় এই চারণ সাংবাদিকের।

(আরকে/এএস/জানুয়ারি ০৬, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test