E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল কমরেড মণি সিংহ মেলা

২০১৬ জানুয়ারি ০৭ ১৪:৪০:২৯
নানা আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল কমরেড মণি সিংহ মেলা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার দুর্গাপুরে কমরেড মণি সিংহ এর ২৫তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ‘‘টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ’’ প্রাঙ্গনে নানা আয়োজনের মধ্যে দিয়ে বুধবার রাতে শেষ হল সপ্তাহব্যাপি কমরেড মণি সিংহ মেলা।

নান আয়োজনের মধ্যে ছিল স্কুল ও কলেজ পর্যায়ে দেশাত্ববোধক গান, চিত্রঙ্কন ( জাতীয় পতাকা, টঙ্ক শহীদ স্মৃতি স্তম্ভ, কমরেড মণিসিংহের প্রতিকৃতি) ,সাধারণ নৃত্য, কবিতা আবৃত্তি, রবীন্দ্র সঙ্গীত, লোক সঙ্গীত, নজরুল গীতি, বাউল সঙ্গীত, বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা। বিনামূল্যে চক্ষু শিবির, ছাত্র ও যুব প্রশিক্ষণ।

জাতীয় সংগীতের মধ্যে দিয়ে মেলার ১ম দিন ৩১ ডিসম্বর-২০১৫ খ্রি: বৃহস্পতিবার থেকে সাতদিন ব্যাপি শুরু হয়েছিল কমরেড মণি সিংহ মেলা। টঙ্ক স্মৃতি স্তম্ভে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস ।

ব্রিটিশ বিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, শ্রমিক-কৃষক-মেহনতি মানুষের মুক্তি সংগ্রাম ও সমাজতন্ত্রের মহান নেতা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্টাতা সভাপতি মণি সিংহ স্মরণে প্রতিবারের মত এবারও কমরেড মণি সিংহের ২৫তম মৃত্যুবার্ষিকীতে টঙ্ক শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এই প্রয়াত নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় সর্বস্তরের জনতা, জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, দেশবরেণ্য বুদ্ধিজীবি ও সংস্কৃতিকর্মীগন। শ্রদ্ধা নিবেদন শেষে এক বিশাল বর্নাঢ্য র‌্যালি দুর্গাপুর পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গনে এসে শেষ হয়। বিকাল ৩ টায় মেলা উদ্যাপন কমিটির আহবায়ক প্রবীন রাজনীতিবীদ দূর্গা প্রসাদ তেওয়ারীরর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় ‘কমরেড মণি সিংহ’ এর জীবন ও সংগ্রাম’ এর উপর বক্তব্য রাখেন প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস, সিপিবি‘র উপদেষ্টা মঞ্জুরুল আহসান খাঁন, ডাঃ দিবালোক সিংহ, এ্যাড. এমদাদুল হক মিল্লাত, বাসদ কেন্দ্রীয় নেতা জাহিদুল হক মিলু, দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলাউদ্দিন আল আজাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, কলমাকান্দা উপজেলা আওয়ামীলীগ সভাপতি চন্দন বিশ্বাস, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক।

মেলার ২য় দিন ১ জানুয়ারী -২০১৬ খ্রি: শুক্রবার সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ হকের সভপতিত্বে ‘কৃষক শ্রমিক আন্দোলন ও সাম্প্রতিক প্রেক্ষিত’ এর উপর আলোচনা করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র সভাপতি লুৎফর রহমান খাঁন, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক ও সিপিবি‘র প্রেসিডিয়াম সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির সভাপতি ও সদস্য সিপিবি কেন্দ্রিয় কমিটি এ্যাডভোকেট সোহেল আহাম্মেদ।

মেলার ৩য় দিন ২ জানুয়ারী -২০১৬ খ্রি: শনিবার নেত্রকোণা জেলা সিপিবি সভাপতি অধ্যাপক মোস্তফা কামালের সভপতিত্বে ‘সাম্প্রতিক সামাজিক আন্দোলন প্রসঙ্গ’ বিষয়ে অলোচনা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভগের অধ্যাপক এম এম আকাশ, বিশিষ্ট বুদ্ধিজীবি সাবেক অধ্যাপক মতীন্দ্র সরকার, সিপিবি নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক নলীনী সরকার।

মেলার ৪র্থ দিন ৩ জানুয়ারী -২০১৬ খ্রি: রবিবার উপজেলা পরিষদ চেয়ারম্যান এমদাদুল হক খান এর সভপতিত্বে ‘ছাত্র -যুব আন্দোলন ও কমরেড মণি সিংহ’ বিষয়ে অলোচনা করেন কেন্দ্রিয় যুব ইউনিয়ন সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, যুব প্রেসিডিয়াম সদস্য মশরুর আমান মুকর, কেন্দ্রিয় ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক জিলানী শুভ, সুসং ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ আহবায়ক আঃ হান্নান।

মেলার ৫ম দিন ৪ জানুয়ারী -২০১৬ খ্রি: সোমবার বীরমুক্তিযোদ্ধা উপজেলা কমান্ড কাউন্সিলের কমান্ডার আলহাজ্ব রুহুল আমীন চুন্নু এর সভাপতিত্বে ‘বাংলাদেশের মুক্তি সংগ্রাম,নতুন সমাজ গড়ার স্বপ্ন ও কমরেড মণি সিংহ’ বিষয়ে অলোচনা করেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নূরুল আমীন তালুকদার, জেলা কমান্ডের সাংগঠনিক কমান্ডার সুব্রত ঘোষ, সুসং ডিগ্রী কলেজের প্রভাষক ফারুক তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আলী আজগর, সাবেক শিক্ষক স্বপন স্যান্যাল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ডেপুটি কমান্ডার সোহরাব হোসেন তালুকদার,সিপিবি সভাপতি ডঃ সোহরাব হোসেন, সিপিবি সাধারণ সম্পাদক মীর মোঃ আলকাছ উদ্দিন।

মেলার ৬ষ্ট দিন ৫ জানুয়ারী -২০১৬ খ্রি: মঙ্গলবার আয়কর উপদেষ্টা ও সুজন সভাপতি অজয় সাহার সভাপতিত্বে ‘বাংলাদেশের স্থানীয় সরকারের গনতন্ত্রায়ণ ও কমরেড মণি সিংহ’ বিয়য়ে আলোজনা করেন প্রধান আলোচক ডঃ বদিউল আলম মজুমদার, সুজন কেন্দ্রিয় সমন্বয়কারী দিলীপ কুমার সরকার, আঞ্চলিক সমন্বয়কারী জয়ন্ত সরকার, জেলা সুজন সভাপতি ও সিনিয়র সাংবাদিক শ্যামলেন্দু পাল, কলমাকান্দা উপজেলা সুজন সভাপতি সাইদুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ্ হক, পেূর সুজন সভাপতি মতিলাল হাজং, পৌর সুজন সম্পাদক নূরুল ইসলাম।

আলোচনার দ্বিতীয় পর্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মিসেস পারভীন আক্তারের সভাপতিত্ব ‘বাংলাদেশের নারী অন্দোলন সমস্যা ও করণীয়’ বিষয়ের উপর আলোচনা করেন ড. দিবালোক সিংহ ও নারী নেতৃবৃন্দ।

মেলার ৭ম দিন ৬ জানুয়ারী -২০১৬ খ্রি: বুধবার আদিবাসী ইউনিয়ন সভাপতি পংকজ মারাকের সভাপতিত্বে ‘বাংলাদেশে আদিবাসীদের অধিকার ও আন্দোলন প্রসঙ্গে’ বিষয়ের উপর আলোচনা করেন আদিবাসী নেতৃবৃন্দ। সন্ধ্যায় সমপনী সভায় সভাপতিত্ব করেন কলমাকান্দা সিপিবি সভাপতি প্রবীন শিক্ষক মোঃ সিদ্দিকুর রহমান। প্রধান আতিথি হিসাবে আলোচনা করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস । অন্যান্যদের মধ্যে আলোচক হিসাবে অংশ গ্রহন করেন মেলা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ। পরিশেষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সমাপ্তি হল মণি সিংহ মেলা।

এ মেলায় সাংস্কৃতিক কর্মকান্ডে যারা অংশ গ্রহন করেছেন, ডিএসকে ঢাকা, ইউবিআর, উদীচী ময়মনসিংহ,উল্লাস সাংস্কৃতিক কেন্দ্র, গণকেন্দ্র, সুসং ক্ষুদে শিল্পী গোষ্ঠি , হৃদম সাংস্কৃতিক গোষ্ঠি, দীপ্ত সাংস্কৃতিক সংঘ, উদীচী দুর্গাপুর, বারসিক,সোমেশ্বরী মিডিয়া , উত্তরা নাট্য গোষ্ঠি, চন্ডিগড় অনাথ আশ্রম, ক্লাসিক্যাল মিউজিক একাডেমী, রুপান্তার নাট্যগোষ্ঠি,অগ্রগামী নাট্যগোষ্ঠি, সুসঙ্গ সাংস্কৃতিক সংঘ।

(এনএস/এইচআর/জানুয়ারি ০৭, ২০১৬)

পাঠকের মতামত:

৩০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test