E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পটুয়াখালী সরকারি কলেজ হোষ্টেলে মাদকের আস্তনা

২০১৬ জানুয়ারি ০৮ ১৫:৩০:১০
পটুয়াখালী সরকারি কলেজ হোষ্টেলে মাদকের আস্তনা

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী সরকারি কলেজ ছাত্র হোষ্টেল এখন মাদক বিক্রেতা ও সেবকদের নিরাপদ আস্তনা। দিন-রাত সমান তালে চলে মাদক বিক্রি কিংবা সেবন। দির্ঘদিন ধরে স্থানীয় মাদক বিক্রেতারা বহিরাগত বখাটেদের সহযোগীতায় ছাত্র হোষ্টেলের রুম ব্যবহার করে গড়ে তুলেছে মাদক বিক্রয়ের অভায়ারন্য।

এ ব্যপারে কলেজ কর্তৃপক্ষ বরাবর শিক্ষার্থীরা বারবার অভিযোগ দিয়ে আসলেও কোন সুফল না মেলায় অবশেষে জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদার এর নের্তৃত্বে সরকারি কলেজ হোষ্টেলের শিক্ষার্থীরা বই খাতা নিয়ে ঘন্টা ব্যাপী সড়ক অবোরোধ করে। এ সময় একযোগে আন্দোলনরত শিক্ষার্থীরা বহিরাগতদের তান্ডবের হাত থেকে মুক্তি চেয়ে শ্লোগানে মুখোরিত করে কলেজ চত্বর।

হোষ্টেলের ছাত্রদের অভিযোগ, যখন তখন বহিরাগত মাদক বিক্রেতা কিংবা সেবকরা হোষ্টেলে গিয়ে ছাত্রদের রুম থেকে বাহির করে দিয়ে পাহেরাদার হিসেবে রুমের সামনে ঘন্টার পর ঘন্টা দাড় করিয়ে রেখে মাদক সেবন করে। এ ব্যপারে কোন শিক্ষার্থী প্রতিবাদ করলে বহিরাগতদের হাতে মারধরের শিকার হতে হচ্ছে।

জেলা ছাত্রলীগের সভাপতি, নাসির উদ্দিন হাওলাদার বহিরাগতদের হুশিয়ারি দিয়ে বলেন, শিক্ষা অংঙ্গনে বহিরাগতরা শিক্ষার্থীদের উপর পুনরায় যদি কোন ধরনের জোর জুলুম কিংবা নির্যাতন চালানোর চেষ্টা করে তাদের কঠোর হস্থে দমন করবে ছাত্র লীগ।

এদিকে কলেজ হোস্টেলের শিক্ষার্থীদের আন্দলনের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পটুয়াখালী সদর থানার (ওসি) মোঃ তরিকুল ইসলাম, তিনি আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দ্যেশে বলেন, কলেজ হোষ্টেলে বহিরাগতদের প্রবেশ দমনে কঠোর ব্যবস্থা নেয়া হবে পুলিশের পক্ষ থেকে।

(এসডি/এইচআর/জানুয়ারি ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test