E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত

২০১৬ জানুয়ারি ০৯ ১৮:৫৫:৫৭
গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত

গোপালগঞ্জ প্রতিনিধি : দীর্ঘ ২২ বছর পর গোপালগঞ্জে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গোপালগঞ্জ জেলা আহ্বাবায়ক কমিটি এ সম্মেলনের আয়োজন করে।

শনিবার সরকারি বঙ্গবন্ধু কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক কাজী মুকুল।

গোপালগঞ্জ জেলা শাখার আহবায়ক সরদার জাকির হোসেন খসরুর সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, সাবেক সিনিয়র সহ-সভাপতি শিকদার নুর মোহাম্মদ দুলু, টুঙ্গীপাড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র শেখ আহমদ হোসেন মির্জা, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক কমরেড অধ্যক্ষ আবু হোসেন, জেলা উদীচী সভাপতি মোঃ নাজমুল ইসলাম প্রমুখ।

সম্মেলনে গোপালগঞ্জ জেলা ও বিভিন্ন উপজেলার একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ আগে গোপালগঞ্জ উদিচীর শিল্পীরা দেশাত্ববোধক গান পরিবেশন করে। পরে সরদার জাকির হোসেন খসরুকে সভাপতি ও একরামুল হক চৌধুরীকে সাধারণ সম্পাদক করে ৬৯ সদস্য বিশিষ্ট কার্যনিবাহী কমিটি ও ডাঃ আবিদ হাসানকে আহবায়ক করে ১৫ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।

(এমএইচএম/এএস/জানুয়ারি ০৯, ২০১৬)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test