E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহাদেবপুরে বজ্রপাতে নিহত ৬, আহত ৪০, জেলা প্রশাসনের আর্থিক অনুদান

২০১৪ মে ৩০ ১৬:১৮:৫৫
মহাদেবপুরে বজ্রপাতে নিহত ৬, আহত ৪০, জেলা প্রশাসনের আর্থিক অনুদান

নওগাঁ প্রতিনিধি : শুক্রবার সকাল ৬ টা থেকে ৮টা পর্যন্ত নওগাঁ অঞ্চলে প্রবল ঝড়, বৃষ্টি ও বজ্রপাত হয়েছে। সকাল ৭টার দিকে জেলার মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর ভরাহাটে ভয়াবহ বজ্রপাতে ৫ জন নিহত এবং আরো ৪০ জন আহত হয়েছে। ওই দিন সকাল ৬ টার দিকে পৃথক বজ্রপাতে জেলার পোরশা উপজেলার পাথরডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদের স্ত্রী সাবিনা ইয়াসমিন (৩৫) নামে এক গৃহবধূও নিহত হয়েছে।

আহতদের মধ্যে ২৭ জনকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৭ জনকে নওগাঁ সদর হাসপাতাল এবং ৬ জনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মহাদেবপুর উপজেলার কিসমত-কসবা গ্রামে ইসমাইলের পুত্র আফজাল হোসেন (৪৫), লক্ষনপুর গ্রামে আজিমদ্দিনের পুত্র তাছির আলী (২৫), নলোবলো গ্রামে মৃত অছিরের পুত্র হবিবর (৩০) উত্তরগ্রাম গ্রামের মোসলেম উদ্দিনের পুত্র শহিদুল (৪০), চৌমাশিয়া গ্রামের মোজাফ্ফর (৫৫), বাগধ্ন্ গ্রামের বিজন (৩৮), আফাজ (৪০), মনোহরপুর গ্রামের সুমিলনসহ ৪০ জন।
জানা গেছে, এ দিন ছিল সরস্বতীপুর হাটবার। হাটে সকালেই বসে ধানের বাজার। এ হাটের ধান হাটিতে ধান কেনা-বেচার জন্য ক্রেতা-বিক্রেতাদের ভিড় জমে। সকালেই আকাশে কালো মেঘ জমে। হাটে ক্রেতা-বিক্রেতাদের ব্যস্ততার মাঝে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। লোকজন নিকটস্থ পশুপ্রজনন কেন্দ্রের বারান্দায় আশ্রয় নেয়। এসময় আকস্মিকভাবে বিকট শব্দে ওই প্রজনন কেন্দ্র ঘেঁষে ধানহাটির মাঝখানে বজ্রপাত ঘটে। এতে হাটে আসা ধান ক্রেতা-বিক্রেতা ও প্রজনন কেন্দ্রে আশ্রয় নেয়া লোকজন আহত হয়ে পড়ে। এদের মাঝে ৫ জন নিহত এবং আরো অন্তত ৪০ জন আহত হয়। নিহতরা হলো, উপজেলার ভেবরি গ্রামের মহির উদ্দীনের পুত্র আফজাল হোসেন (৪২), চৌমাশিয়া গ্রামের ফারাজ উদ্দিনের পুত্র ভ্যান চালক হাফিজুল ইসলাম (৩৮), উত্তরগ্রামের পূর্বপাড়ার আব্দুল গফুরের পুত্র ভটভটি চালক শামসুল আলম (৪০), দাশড়া গ্রামের ইসমাইল আলীর পুত্র ইয়াকুব আলী (৩৪) এবং নওগাঁ সদর উপজেলার ফারাদপুর গ্রামের কাচুর পুত্র আজিজার রহমান (৪০)। ভয়াবহ এই বজ্রপাতে হতাহতের খবর পেয়ে তাৎক্ষণিক এলাকার সংসদ সদস্য মো. ছলিম উদ্দীন তরফদার সেলিম, নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক, অতিরিক্ত পুলিশ সুপার মো. কফিল উদ্দিন, মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস সাত্তার নান্নু, উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. রুহুল আলম ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তাদের নিজস্ব গাড়ি দিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানোসহ দ্রুত চিকিৎসার ব্যবস্থা করেন। আহতদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তিরত কৃষ্ণপুর গ্রামের মখর আলীর পুত্র আব্দুস সামাদ, ভবানীপুর গ্রামের আব্দুস সামাদের পুত্র বেলাল, লক্ষণপুর গ্রামের আজিমের পুত্র আবুল কাশেম, উত্তরগ্রামের মোসলেমের পুত্র সাইদুর ও নওগাঁ সদর হাসপাতালে সরস্বতীপুর বাজারের কারিয়ার স্ত্রী পূর্ণিমা আশংকাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ৫ জনের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা করে এবং আহতদের ৩৩ জনের চিকিৎসার জন্য প্রত্যেককে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। অন্যান্য আহতদের সনাক্ত করে পরবর্তীতে তাদেরও সহায়তা দেয়া হবে বলে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান সাংবাদিকদের জানান। সকাল ৬টার দিকে পোরশা উপজেলার গাঙ্গরিয়া ইউনিয়নের পাথরডাঙ্গা গ্রামে গৃহবধূ সাবিনা ইয়াসমিন ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অপরদিকে প্রবল ঝড়ে জেলার মান্দা উপজেলার বানডুবি, নিমবাড়িয়া, প্রসাদপুরসহ বিস্তীর্ণ এলাকায় ঘরের টিনের চালা উড়ে গেছে, গাছপালা ভেঙ্গে মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে।
(বিএম/এএস/মে ৩০, ২০১৪)


পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test