E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোপালগঞ্জে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ

২০১৬ জানুয়ারি ১২ ১২:৩৪:৪৫
গোপালগঞ্জে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ

গোপালগঞ্জ প্রতিনিধি :জে এ্যান্ড এল বাড়ৈ ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ-এর লক্ষ্মী রানী সাবলম্বী প্রকল্পের মাধ্যমে ও ড্রিম হোপ এ্যান্ড লাভ আনলিমিটেড বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে ও মুকসুদপুর উপজেলার বানিয়ারচর গ্রামের কিছু সংখ্যক নারীদের মাঝে ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।

প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক মুকুট ফ্রান্সিস হালদার জানান, এই কর্মসূচীর লক্ষ্য ও উদ্দেশ্য হল-ছাগল পালন বৃদ্ধির মাধ্যমে নারীরা যাতে তাদের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করতে পারে। অনুষ্ঠানে নবজাগরণ সমাজকল্যান ক্লাবের সভাপতি প্রেমানন্দ হালদার, সাবেক ইউপি চেয়ারম্যান দিপক কুমার বাড়ৈ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ড্রিম হোপ এ্যান্ড লাভ আনলিমিটেডের ফাউন্ডার রমেন আরনল্ড হাজরা, চেয়ারম্যান তাহসিন মাহবুব এবং উপদেষ্টা শরিফ জহির, মোতাহেরুল হক, ডা: দানিয়েল বাড়ৈ, মিসেস রোজলীন হাজরা এবং অনেকেই বিভিন্ন কার্যক্রমের মধ্যে চিকিৎসা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, শিক্ষা কার্যক্রম, পরিবেশ সুরক্ষা, বৃক্ষ রোপন, মুরগী পালন, ছাগল বিতরণ ও সবজি উৎপাদনসহ অন্যান্য আয়বৃদ্ধিমূলক ও আর্থসামাজিক উন্নয়নমূলক কার্যক্রমসমুহ স্থানীয় ও আর্ন্তজাতিক বেসরকারি উন্নয়নমূলক প্রতিষ্ঠানের অংশীদারিত্ব ও সহযোগিতায় বাস্তবায়নে ভবিষ্যতে পরিকল্পনা গ্রহন করবে।




(এমএইচএম/এস/জানুয়ারি১২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test