E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মহম্মদপুরে ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত

২০১৬ জানুয়ারি ১২ ১৫:১১:৪১
মহম্মদপুরে ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত

মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের শত বছরের ঐতিহ্যবাহী বড়রিয়া ঘোড়দৌড় প্রতিযোগিতা সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে।

প্রায় একশ’ বছর ধরে পৌষ মাসের ২৮ তারিখে ঐতিহ্যবাহী এ মেলা ও ঘোড়দৌড় অনুষ্ঠিত হয়ে আসছে। খুলনা বিভাগের সর্ববৃহৎ এ মেলাকে ঘিরে এলাকার প্রায় পঞ্চাশটি গ্রামে চলছে উৎসবের আমেজ। মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা, নাগরদোলা, সার্কাস খেলা ও রকমারি আয়োজন। দেশের বিভিন্ন জায়গা থেকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ঘোড়া আনা হয়।

এবারের ঘৌড় দৌড় প্রতিযোগিতায় ২০টি ঘোড়া অংশ নেয়। চুড়ান্ত প্রতিযোগিতায় নড়াইলের ডুমুরতলা নজির শিকদারের ঘোড়া প্রথম, মহম্মদপুর রায়পাশা আবজাল ফকিরের ঘোড়া দ্বিতীয় ও কালিশংকরপুরের ঘোড়া তৃতীয় হয়। মেলা কমিটির সভাপতি ও মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান খাঁন জাহাঙ্গীর আলম বাচ্চু বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করেন। মেলার মূল আকর্ষণ ঘৌড়দৌড় প্রতিযোগিতা দেখতে হাজার হাজার নারী পুরুষ ও শিশুরা ভীড় জমান।


উপজেলার বালিদিয়া ইউনিয়নের বড়রিয়া গ্রামে প্রায় তিন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বসেছে মেলার স্টল। এ মেলা উপলক্ষে বিভিন্ন এলাকা থেকে আসা চারু কারু কাঠ-বাঁশ, প্রসাধনি বেত, আসবাবপত্র, তৈজসপত্র, মিষ্টি, মাছসহ রকমারি পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। মাগুরা সহ ঝিনাইদহ, যশোর, নড়াইল, কুষ্টিয়া, ফরিদপুর, রাজবাড়ী, কক্সবাজারসহ বিভিন্ন জেলা থেকে হাজার হাজার লোক সমাগম হয় এই মেলায়। ঘোড় দৌড় এক দিন অনুষ্ঠিত হলেও পক্ষকাল ব্যাপী চলে মেলার বেচাকেনা।

(ডিসি/এএস/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test