E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

পলাশবাড়ীতে মাদক বিরোধী গণ সচেতনতামূলক র‌্যালি

২০১৬ জানুয়ারি ১২ ১৬:৫২:১৭
পলাশবাড়ীতে মাদক বিরোধী গণ সচেতনতামূলক র‌্যালি

গাইবান্ধা প্রতিনিধি : মাদকাসক্তি প্রতিরোধ ও নিরাময়যোগ্য। “মাদককে না বলুন এবং মাদকমুক্ত সমাজ গঠন করুণ” শ্লোগান বাস্তবে রূপ দিতে গাইবান্ধার পলাশবাড়ীতে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার সকালে মাদক বিরোধী গণসচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালকের নেতৃত্বে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, সদরের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী ও বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন সমূহের প্রতিনিধি’র অংশগ্রহণে উপজেলা পরিষদ চত্বর থেকে মাদক বিরোধী নানা শ্লোগানসহ একটি র‌্যালি সদরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় আজকের যুবকরাই আগামী দিনের ভবিষ্যৎ। মাদকের ভয়াবহতা থেকে যুবসমাজসহ সকল শ্রেণীপেশার মাদকসেবীদের রক্ষায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) কোহিনুর আকতার শিফন, জেলা মাদকদ্রব্য অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল মজিদ, থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, সাধারণ সম্পাদক আবু বকর প্রধান, জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান ও বাসদ সমন্বয়ক অলিউর ইসলাম বাদল প্রমুখ।

(আরআই/এইচআর/জানুয়ারি ১২, ২০১৬)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test