E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কলাপাড়ায় হয়রানীর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

২০১৬ জানুয়ারি ১৩ ১৮:৪৭:০০
কলাপাড়ায় হয়রানীর প্রতিবাদে গ্রামবাসীর মানববন্ধন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : মিথ্যা অপহরণ মামলা দিয়ে হয়রানীর প্রতিবাদে কলাপাড়ার আলীপুর মৎস্যবন্দরে মানববন্ধন কর্মসূচী পালন করে এলাকাবাসী  ও ক্ষতিগ্রস্ত পরিবার। বুধবার সকালে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপস্থিত মানুষ মিথ্যা মামলা থেকে সাধারণ মানুষকে হয়রানী থেকে রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

মানববন্ধনে উপস্থিত স্কুল শিক্ষক জালাল আহমেদ বলেন, যতীন বেপারী কোথায় আছে তা কেউ জানেন না। অথচ তাকে অপহরন ও গুম করা হয়েছে দাবি করে তাকেসহ বিষ্ণু কর্মকার, মোঃ ইউসুফ মুসুল্লী, ওসমান গনি, আহসান ও শহিদুল ইসলামের বিরুদ্ধে কলাপাড়া জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শ্রী জগদীশ চন্দ্র বেপারী একটি মিথ্যা অপহরণ মামলা দায়ের করেন।

জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে এ মামলা দায়ের করা হয়েছে বলে দাবি করেন মানববন্ধনে উপস্থিত লতাচাপলী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু ছাইদ ফকির, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আলী আকব্বর ফরাজী, সেচ্ছাসেবকলীগ সভাপতি আশ্রাফুজ্জামান বাবু। মানববন্ধনে নারী-শিশুসহ দুই শতাধিক মানুষ অংশগ্রহন করেন।

(এমকেআর/এএস/জানুয়ারি ১৩, ২০১৬)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test